শেখ সেলিম রেজা, বিশেষ প্রতিনিধি:-গাজীপুর শ্রীপুর পৌর গড়গড়িয়া মাষ্টার বাড়ি এলাকায় ৫ নং ওয়ার্ডের গিলারচালা গ্রামের প্যারামাউন্ট টেক্সটাইল মিলস্ এর শ্রমিকেরা বাৎসরিক উৎসব ও অন্যান্য দাবি আদায়ে গত শনিবার (২৪ আগষ্ট) বেলা ২.৩০ মিনিট সময়ে ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ মিছিল করেন।
শ্রীপুরে প্যারামাউন্ট টেক্সটাইল মিলস্ এর অসস্তোষ কয়েক হাজার শ্রমিকের বাৎসরিক উৎসব ও রমজানের ইফতারের বিল, টিফিন বিল, ঈদের ছুটিতে অতিরিক্ত ডিউটি তিন দিনের হাজিরা, অটো রিজাইন, ছাঁটাইসহ লভ্যাংশের পার্সেন্টে বৃদ্ধি ও অন্যান্য দাবি আদায়ে ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও আন্দোলন করে শ্রমিকেরা।
প্যারামাউন্ট টেক্সটাইল মিলস্ এর ম্যানেজার মো: মঈন উদ্দিনের নেতৃত্বে এলাকার স্থানীয় কিছু সন্ত্রাসী বাহিনী লাঠি সোটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে শ্রমিকের উপরে। এতে শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে যায়। পরে শ্রমিকেরা প্যারামাউন্ট টেক্সটাইল মিলস্ ভিতরে প্রবেশ করে ভাঙচুর চালায়। এরই পূর্বে শ্রমিকেরা মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেয় বলে জানা যায়। কিছুক্ষণ পরে টেক্সটাইল মিলস্ এর কৃতপক্ষে লোকজন ভিতর থেকে ইট পাঠকেল ছুটতে থাকে। এমন অবস্থায় মহাসড়কের দুপাশে প্রায় ৯কিঃ রাস্তা যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েছে শত শত পরিবহন এবং পরিবহনের যাত্রী ও পথচারীরা।
উক্ত বিষয়ে জানতে চাইলে শ্রমিকরা জানান, আমাদের দাবি ঈদের ডিউটির ডাবল হাজিরার টাকা না দিয়ে, এক হাজিরার টাকা দেয়।তারা আরও জানায়, যাদেরকে অটো রিজাইন দিয়েছে তাদের পাওনা টাকা দেয় নাই এবং অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে বলে জানা যায়। শ্রমিকরা আরও বলেন, আমার শ্রমিক ভাই বোনদের জোরপূর্বক অটো রিজাইন দিয়ে বাহির করে দিয়েছে উদ্বত কর্মকর্তারা। তাদেরকে সরকারি গেজেট ঘোষণা মোতাবেক বেতন ভাতা প্রদান করা হয় নাই। রমজানের মাসের ইফতার বিল এখনো পরিশোধ করে নাই। আমারা শ্রমিকেরা দুই মোট ভারতে জন্যই চাকরি করি। কিন্তু এ সমস্ত অফিসারেরা আমাদের পরিশ্রমের টাকায় নিজেদের অর্থ ও স্বার্থ রক্ষায় আমাদের মত শ্রমিকদের বঞ্চিত করে। আমরা শ্রমিকের দাবি অটো রিজাইন বাদ দিতে হবে এবং মাসিক প্রোডাকশন বোনাস দিতে হবে বলে জানান শ্রমিকরা।
এই বিষয়ে প্যারামাউন্ট টেক্সটাইল মিলস্ এর মালিক মোঃ সাখাওয়াত হোসেন (কলন) এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এই শ্রমিকদের অনিয়মের বিষয়ে কিছুই জানিনা।আজ হঠাৎ করে শ্রমিকেরা বিক্ষোভ করে। তাই আজ এমন অবস্থায় শ্রমিকদের দুঃখ বেদনার কথা শুনতে চাইলে, শ্রমিকরা দাবি তুলে ধরেন কারখানার উদ্বর্ত কর্মকর্তা ১) ম্যানেজার মঈন উদ্দিন, ২) এ.জিএম মোঃ আব্দুল আলীম ৩) সাজ্জাদ হোসেন, ৪) সাব্বির হোসেন,৫) মোঃ হেলাল,৬) তৌহিন,৭) হায়দার হোসেন,৮) শামীম,৯) এমদাদুল,১০) মালিকের পিয়োন সুমনসহ প্রায় ১৩ জন উদ্দর্ত কর্মকর্তাদের বাতিল করতে হবে বলে জানান শ্রমিকরা। সেই সাথে তাদের পাওনা টাকা পরিশোধ করতে হবে। এবং অটো রিজাইনে ছাঁটাই করা শ্রমিকদের কর্মস্থলে ফিরিয়ে নিতে হবে বলে জানান শ্রমিকেরা। পরে প্যারামাউন্ট টেক্সটাইল মিলের মালিক মোঃ সাখাওয়াত হোসেন (কলন) বলেন, আমি শ্রমিকদের সকল দাবি মেনে নিয়েছি এবং শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান করছি।
শ্রমিকদের এই অসন্তোষর ঘটনায় দীর্ঘ তিন ঘন্টা রাস্তা অবরুদ্ধ থাকার পরে সেনাবাহিনী এসে শ্রমিকদের সাথে কথা বলে রাস্তা যানজট স্বাভাবিক করে। সেনাবাহিনী দেখে দাবিদাবার কথা বলেন শ্রমিকরা,পরে শ্রমিকদের কথা শুনে সেনাবাহিনী সমাধানের আর্জি জানান, পরে সেনাবাহিনী কারখানার ভিতরে প্রবেশ করে মালিক ও শ্রমিক উভয় পক্ষের পরস্পরের সাথে কথা বলে শ্রমিকের অধিকার ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেয় গরিবের বন্ধু সেনাবাহিনী।
কারখানার শ্রমিকদের সাথে এমন আচরন ও অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে প্যারামাউন্ট টেক্সটাইলের বিরুদ্ধে “শেষ সংবাদ পত্রিকার” প্রতিনিধির কাছে উঠে আসে আরও বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তথ্য। ( দ্বিতীয় পর্ব দেখতে চোখ রাখুন, আমাদের পেইজে ও পত্রিকার পাতায়)