মোঃ মাসুম সরদার,খুলনা: মোহাম্মদ নরুল ইসলাম সরদার,খুব ভালো মনের সাদা লাপির মানুষ ছিলেন। নাজিম সরদার তার আব্বার মৃত্যুর পরে। মরহুম নুরুল সরদারের শরণে দুস্থ অসহায় মানুষকে, সাহায্য, সহযোগিতা, ঔষধ, সহ বিভিন্ন উপায়ে মানুষকে সহায়তা করেছেন।
আজ তার পিতার মৃত্যু বার্ষিকীতে
যা বললেন।
আব্বা আপনি কেমন আছেন? আপনি কি ভালো আছেন? আব্বা,এই পৃথিবী থেকে আপনি চলে যাওয়ার পর আমি অনেক কষ্টতে আছি। আব্বা তোমাকে ছাড়া এ পৃথিবীতে আমি একা একা, খুব কষ্টতে জীবন কাটাচ্ছি,আব্বা অনেকদিন ধরে তোমায় দেখিনা, আজ বড্ড তোমায় দেখতে খুব ইচ্ছা করছে, মন চাইছে তোমার কাছে ছুটে যাই। আব্বা আল্লাহ আপনাকে বেহেস্তের সর্বোচ্চ স্থান দান করবেন। ইনশাল্লা রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগিরা।
আমার প্রিয়জন সকলেই আমার আব্বার জন্য দোয়া করবেন?
মরহুম নুরুল ইসলাম সরদার গত ২রা জুলাই ২০২১ সালে তার নিজ বাড়িতে খুলনার রূপসা উপজেলার ২নং শ্রীফলতলা ইউনিয়ানের নন্দনপুর গ্রামে মারা যায়। মৃত্যু কালে ৪ (চার) ছেলে, ১(এক) টি কন্যা সন্তান সহ অসংখ্য গুনি গ্যানি জন রেখে গেছেন।