এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার
দলীয় পদ স্থগিতাদেশ প্রত্যাহার প্রসঙ্গেঃ সাইফুল ইসলাম ভুট্টো,ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে দলীয় সংগঠনের ৫ (গ) ধারা মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রাথমিক সদস্য সহ সাবেক সহ-সভাপতির পদ হতে সাইফুল ইসলাম ভুট্টো কে বহিষ্কার করা হয়েছিল।
বহিষ্কৃত সাইফুল ইসলাম সহ অঙ্গ সংগঠনের নেত্রবৃন্দদের
আবেদনের প্রেক্ষিতে, কেন্দ্র হতে বুধবার(২২ জানুয়ারি) ২০২৫ ইংঃ তারিখে নির্দেশক্রমে বহিষ্কার আদেশ প্রত্যাহার সহ প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হলো।
কেন্দ্র ঘোষিত এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে জানান,(অ্যাডভোকেট রুহুল কবির রিজবী) সিনিয়র যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
তিনি আরো বলেন অতীতে যা হয়েছে তা মাথায় না রেখে, দলীয় শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে সামনের দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।