সেলিম মাহবুব,ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি: সুনামগঞ্জ সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের মাঠে ১ ফ্রেব্রুয়ারি জেলা জামায়াতের কর্মী সম্মেলন সফলের লক্ষে ছাতকে উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে ছাতক ট্রাফিক পয়েন্ট থেকে শুরু হয়ে পুরাতন কাষ্টম, হাসপাতাল রোড, বাসস্ট্যান্ড, কলেজ মোড়সহ উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে ছাতক ট্রাফিক পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা জামায়াতের সূরা ও কর্মপরিষদ সদস্য এডভোকেট রেজাউল করিম তালুকদার, শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি শাহ আলম, ছাতক উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আকবর আলী, পৌর আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা কাজী সৈয়দ মনসুর আহমদ, সেক্রেটারি মাওলানা হাফেজ জাকির হোসেন প্রমুখ।
এ সময় উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ কর্মী সম্মেলন সফলের লক্ষ্যে গেল মঙ্গলবার সকালে ছাতক-গোবিন্দগঞ্জ ও জাউয়াবাজার পর্যন্ত অনুষ্ঠিত হয় মোটরসাইকেল র্যালী। নেতৃবৃন্দরা সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন সফল করার জন্য উপস্থিতিতি কামনা করেন।##