শাহাদাত হোসেন নোবেল, দিঘলিয়া(খুলনা) প্রতিনিধি: খুলনার দিঘলিয়া উপজেলায় সোনালি অতিত ক্লাব দিঘলিয়া উপজেলা কর্তিক আয়োজিত খান জহিরুল হক স্মৃতি ফুটবল টুনামেন্ট -২০২৪ এর প্রস্তুতি সভা অনুষ্টীত হয়। প্রস্তুতি সভাই সভাপতিত্ব করেন মো টিপু সুলতান সভাপতি সোনালি অতিত ক্লাব দিঘলিয়া, অনুষ্টান পরিচালনা করেন জি এম আকরাম সাধারন সম্পাদক সোনালি অতিত ক্লাব দিঘলিয়া খুলনা।
ফেসবুক লিংক
https://www.facebook.com/profile.php?id=61561797107011&mibextid=ZbWKwL
সভাই আগামী ১৯.০৭.২৪ ইং রোজ শুক্রবার দিঘলিয়া ওয়াই এম এ ক্লাব মাঠে ফূটবল টুনামেন্ট এর আয়োজন এর সিদ্ধান্ত গৃহিত হয়।
ইউটিউব লিংক https://www.youtube.com/@ebnews24
এবং সমায় ৪টাই নির্ধারন করা হয়। খান জহিরুল হক স্মৃতি ফুটবল টুনামেন্ট -২০২৪ এর উদ্ধোধন করবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক শেখ মো আসলাম, উদ্বোধন অনুষ্টানে সভাপতিত্ব করবেন খান নজরুল ইসলাম,সভাপতি বাংলাদেশ আওমীলীক দিঘলিয়া উপজেলা খুলনা। জহিরুল হক স্মৃতি ফুটবল টুনামেন্ট -২০২৪ এর অংশগ্রহন করবেন খুলনা যশোর সহ বিভিন্ন অঞ্চালের ফুটবল টিম ও ক্লাব।