রানা ইসলাম,বদরগঞ্জ(রংপুর)প্রতিনিধি: একজন আদর্শ সৎ নিষ্ঠাবান মানুষ হওয়ার পিছনে শিক্ষকের ভূমিকা অপরীসিম।প্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরিয়ে শিক্ষক আমাদের মানবজাতির অগ্রযাত্রায় ভূমিকা পালনে সহায়তা করে থাকেন।কিন্তু রংপুরে বদরগঞ্জ উপজেলা রাধানগর ইউনিয়ন পাঠানপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন একজন আদর্শ সৎ নিষ্ঠাবান সৃজনশীল মানের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। বলে মনে করছেন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
তিনি ২০১৬ সালে জুলাই মাসে প্রধান শিক্ষক পদে দায়িত্ব পান।দায়িত্ব পর বিদ্যালয়টি যাবতীয় অবকাঠামো ভঙ্গুর অবস্থায় দেখতে পান।শিক্ষার্থীর সংখ্যা ছিল কম।পাঠদান চলছিল ধীরগতি। এরপর বিদ্যালয়টি আধুনিক যুগোপযোগী করার সিদ্ধান্ত নেন প্রধান শিক্ষক আমজাদ হোসেন।এরপর তার ঐকান্তিক প্রচেষ্টায় ও দক্ষতায়।বিদ্যালয়ে দ্বিতল নতুন ভবন নির্মান হয়।বিদ্যালয়ের চারপাশ ঘিরে বাউন্ডারি ওয়াল নির্মিত হয়।এছাড়াও বিদ্যালয়ে প্রতি বছরে বিভিন্ন পরীক্ষাসহ এসএসসি সমমানের পরীক্ষায় শিক্ষার্থীদের ফলাফল সেরা হয়ে থাকে।
সম্প্রীতি আমজাদ হোসেন বিরুদ্ধে স্হানীয় একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার জড়িয়ে কুৎসা রটানোর পায়তারা করছে বোলে দাবি করেন তিনি।তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ
ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার তীব্র নিন্দা জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবক সমাজ।
দশম শ্রেণির শিক্ষার্থী মহব্বত হোসেন বলেন,আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ স্যার একজন ভালো মনের মানুষ।তিনি আসার পর বিদ্যালয়ের আধুনিকতার ছোঁয়া লেগেছে, যারা তার বিরুদ্ধে মিথা দুর্নাম ছড়াচ্ছেন তাদেরকে আমরা ঘৃনা করি।
নবম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল বলেন,আমজাদ স্যার আসার পর লেখাপড়া মান আগের চেয়ে অনেক ভাল হচ্ছে। শিক্ষকদের বিরুদ্ধে যারা খারাপ অপপ্রচার করছেন তাদের ধিক্কার জানাই।
এবিষয়ে পাঠান পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন দৈনিক ইবি নিউজ ২৪কে বলেন, কি আর বলবো। আমি এই প্রতিষ্ঠানে আসার পর বিদ্যালয়ের অনেক উন্নয়নমূলক কাজ করেছি। এগুলো দেখে স্হানীয় কেউ হিংসা করছেন। এবং তারাই আমার বিরুদ্ধে অপপ্রচার করছেন।