মোমিন আলি লস্কর: অবশেষে সাসপেন্ড করা হল ক্যানিংয়ে মহিলা হোমগার্ড খুনে অভিযুক্ত এক সাব ইন্সপেক্টর সায়ন ভট্টাচাৰ্য কে । ঘটনার তদন্তে গঠন করা হয়েছে ছয় সদস্যের সিট। যার নেতৃত্বে দিচ্ছেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্ত।ঘটনার সূত্রপাত গত শনিবার। শনিবার সন্ধ্যায় পুলিশ কোয়ার্টার থেকে উদ্ধার হয় হোমগার্ড গুলজান পারভিন মোল্লার দেহ। জীবনতলা থানার উত্তর মৌখালী এলাকার বাসিন্দা ছিলেন গুলজান পারভিন মোল্লার। দু’বছর আগে পঞ্চায়েত ভোটের সময় ভাঙড়ে ডিউটি করতে গিয়ে খুন হন পারভিনের বাবা তৃনমূল কর্মী রশিদ মোল্লা। এই মরমান্তিক দুরঘটনার পর বাবার চাকরি পরিবর্তে তারপরই বাড়ির বড় মেয়ে গুলজানকে হোমগার্ডের চাকরি দেওয়া হয় এবং ক্যানিং থানায় পোস্টিং দেওয়া হয় তাকে।ভাগ্যের কি পরিহাস বাবার মৃত্যুর ঠিক দুই বছর পর ক্যানিং থানা থেকে মেয়ের মৃত্যুর দেহ উদ্ধার।
মৃত্যু গুলজান হোমগার্ডের পরিবারের সদস্যরা দাবি করেন, আত্মহত্যা নয়, খু ন করা হয়েছে তাকে।পরিবার সূত্রে তাঁদের নিশানায় ছিলেন ক্যানিং থানার এস আই সায়ন ভট্টাচার্য । সূত্রের মারফত জানতে পাওয়া যায় তাঁদের দাবি, গুলজানের সঙ্গে সায়নের বিবাহ বহির্ভূত প্রেমের সম্পর্ক ছিল। আর তা নিয়েই টানাপোড়েনের জেরেই এই ঘটনা। পরিবারের পক্ষ থেকে সাব ইন্সপেক্টর সায়ন ভট্টচার্যের বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করেন মৃত্যুর কাকা ছোমেদ মোল্লার।এদিকে এই ঘটনার পর থেকেই বেপাত্তা অভিযুক্ত এস আই সায়ন ভট্টাচাৰ্য সূত্র মারফত জানতে পাওয়া যায়।অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে এস আই সায়ন ভট্টাচার্যকে।সোমবার এই ঘটনার তদন্তে গঠন করা হয়েছে সিট। দ্রুতই গোটা বিষয়টা স্পষ্ট হবে বলে আশাবাদী তদন্তকারীরা।এদিকে সোমবার মৃত্যার কাকা ছোমেদ মোল্লা বলেন, রবিবার রাতেই মৃত দেহ ময়নাতদন্তের পরে রাতেই উওর মৌখালির বাড়িতে আনা হয় এবং দাফনের কাজ সমাধান করা হয়।তার দাবি অভিযুক্ত এস আই সায়ন ভট্টাচাৰ্যের কঠোর থেকো কঠোরতম শাস্তি দেওয়া হোক।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 EB NEWS. All rights reserved.