এম মুরশীদ আলী : “উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়” এ প্রতিপাদ্য সঙ্গে নিয়ে রূপসা উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় আয়োজিত ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে এক আলোচনা সভা গত ৮ জুলাই সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান। তিনি বলেন- ভিক্ষুকরা জীবন-জীবিকার জন্য অন্যের ওপর নির্ভরশীল এবং ঠিকানাবিহীন কত লোক বসবাস করে তার সঠিক পরিসংখ্যান নেই। নদী ভাঙন, অতি দারিদ্র্য, রোগ, ব্যাধি, অশিক্ষা প্রভৃতি কারণে কিছু লোক ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত হচ্ছেন। তাদের প্রকৃতপক্ষে সাহায্যের দরকার আছে। তবে কিছু কিছু কর্মবিমুখ লোক সহজ আয়ের পথ হিসেবে ভিক্ষাবৃত্তিকে বেছে নিয়েছেন। এর পাশাপাশি কিছু দুষ্টচক্র নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য অসহায় মানুষদের দিয়ে ভিক্ষাবৃত্তি করাচ্ছে। তিনি আরও বলেন- সরকার ভিক্ষুকমুক্ত করার লক্ষ্যে ভিক্ষাবৃত্তি সমাধানে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ শীর্ষক কর্মসূচি গ্রহণ করেছে। এ কর্মসূচির আওতায় রূপসা উপজেলা প্রশাসন ভিক্ষুকদের পুনর্বাসন করার জন্য কাজ করছে।
সভাপতির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান। তিনি বলেন-, ভিক্ষুকদের ডাটাবেজ তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যাতে সঠিক পরিসংখ্যানের মাধ্যমে প্রকৃত ভিক্ষুকদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে ভিক্ষাবৃত্তি নিরসন করা যায়। ২০২৩-২৪ অর্থবছরে জাতীয় সমাজকল্যাণ পরিষদ অর্থায়নে ভিক্ষাবৃত্তি নিরসন ও পুনর্বাসন করার লক্ষ্যে রূপসায় দুইজন ভিক্ষুককে ৪১ হাজার ৩ শত ৫০ টাকার (মুদি-মনিহারি দোকান) মালামাল সহ নগদ ৫ হাজার টাকা করে কর্মসংস্থানের জন্য দেওয়া হয়।
এ সময় বিশেষ অতিথির বক্তৃতা করেন- মহিলা ভাইস চেয়ারম্যান সারমিন সুলতানা রুনা, প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার, রূপসা থানা অফিসার ইনচার্জ মো. ইমদাদুল হক।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিচুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ কুদরত আলী শেখ, সমবায় কর্মকর্তা মো. ফরিদ আহম্মেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, একাডেমিক সুপার ভাইজার নিত্যানন্দ মন্ডল, শ্রীফলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার, আনসার ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিপুল গাজী, মেরিন ফিশারিজ অফিসার মো. রাসেল শেখ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোর্শেদুল আলম বাবু, প্রভাষক বাশির আহম্মেদ লালু, উপজেলা সমাজসেবা দপ্তরের ফিল্ড অফিসার এস এ ফয়সাল প্রমূখ। এরপর সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম হাবিব ও মহিলা ভাইস চেয়ারম্যান সারমিন সুলতানা রুনাকে সংবর্ধনা প্রদান করা হয়।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2025 EB NEWS. All rights reserved.