আতাউর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের দৈনিক কালের কণ্ঠসহ সাতটি গণমাধ্যম এবং দেশের বিভিন্ন স্থানে গণমাধ্যমকর্মী ও প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে রাজিবপুর কর্মরত সাংবাদিকবৃন্দ।
বুধবার (২১ আগস্ট) দুপুর ১২ টায় রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে দৈনিক আমাদের খবর প্রতিনিধি রাকিব হাসান, দৈনিক পর্যবেক্ষণ রাজিবপুর প্রতিনিধি নাজমুল ইসলাম, বাংলাদেশ সমাচার রাজিবপুর প্রতিনিধি রফিকুল ইসলাম, নাগরিক ভাবনা রাজিবপুর প্রতিনিধি মাইদুল ইসলাম, এশিয়ান টেলিভিশন রাজিবপুর-রৌমারী প্রতিনিধি মুরাদুল ইসলাম, ভোরের কাগজ প্রতিনিধি নুরুল আমিন, দৈনিক কালের কণ্ঠ রাজিবপুর-রৌমারী প্রতিনিধি সোহেল রানা স্বপ্ন এতে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক দৈনিক সংবাদ ও দৈনিক ট্রাইবুনাল প্রতিনিধি আতাউর রহমান।
এসময় আরও বক্তব্য রাখেন বসুন্ধরা শুভসংঘ রাজিবপুর সরকারি কলেজ শুভসংঘ সভাপতি শামিম আহমেদ সাধারণ সম্পাদক আসিক মাহমুদ, সামাজিক সংগঠন স্বপ্ন ছোঁব ফাউন্ডেশনের সভাপতি আরিফ মাহমুদ, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আরিফুল ইসলাম সুজন, মামুনুর রশিদ মারুফ।
সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন
গণমাধ্যম যাতে স্বাধীনভাবে কাজ করতে না পারে সেই দুষ্কৃতিকারীরা সাংবাদিকদের হামলা করে কণ্ঠরোধ করতে চায়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এভাবে মিডিয়া অফিসে হামলা দিয়ে তারা সাহসের পরিচয় দিয়েছে আমরা যদি এদের শাস্তির আওতায় আনতে না পারি তাহলে পরবর্তীতে অন্য মিডিয়া হাউজেও তারা হামলা দিবে যা সাংবাদিকদের জন্য কল্যাণ বয়ে আনবে না। এখন সময় এসেছে সকল সাংবাদিকরা কাঁধে কাঁধ মিলিয়ে এ ধরনের দুষ্কৃতিকারীদের প্রতিহত করা।
তাই দুর্বৃত্তদের খুঁজে বের করে আইনের আওতায় এনে শান্তি দাবি জানান তারা।
সাধারণ শিক্ষার্থীরা বলেন আমরা হামলা করে সাংবাদিকদের কন্ঠ রোধ করার জন্য দ্বিতীয়বারের মতো স্বাধীনতা আনিনি। সাংবাদিকরা যাতে স্বাধীনভাবে লিখতে পারে গণমাধ্যম যাতে তাদের স্বাধীনতা ফেরত পায় সেই লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীরা কাজ করে যাচ্ছে। আমরা এমন নেক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দোষীদের যথাযথ শাস্তির দাবি জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন সাধারণ শিক্ষার্থী সংস্কৃতিক ও সাংগঠনিক ব্যক্তিবর্গ।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2025 EB NEWS. All rights reserved.