 
     রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা, পশ্চিমবঙ্গ
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা, পশ্চিমবঙ্গ
আজ ৩১শে মে শনিবার, ঠিক দুপুর সাড়ে বারোটায়, ধর্মতলা ওই চ্যানেলের সামনে, সৌমেন'স ওয়ার্ক আউটের উদ্যোগে এবং  সৌমেন দাসের নেতৃত্বে, একটি সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে ও সচেতনতা র্যালির মধ্য দিয়ে, বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হলো।
এই সচেতনতা মূলক Rally , জাতীয় পতাকা ও বাজনা বাদ্দির মধ্য দিয়ে ধর্মতলা ডরিনা ক্রসিং হয়ে, পার্ক স্টীট, ময়দান ধরে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে শেষ করেন, মূল উদ্দেশ্য মানুষকে সচেতন করা, নেশামুক্ত দেশ গড়ে তোলা।
সাধারণ মানুষ তামাকজাত দ্রব্য খেয়ে কতটা এদেরকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, প্রতি বছর ভারতবর্ষে এই নেশা গ্রস্তের ফলে প্রাণ হারাচ্ছেন, তবে অনুমান করা যায় ভারতবর্ষে প্রতিবছর ১০ লক্ষ মানুষ তামাক জাত দ্রব্য খেয়ে প্রাণ হারাচ্ছেন, গড় হিসাব করলে প্রতিদিন প্রায় ৩৬০০ জন মৃত্যুর মুখে ঢলে পড়ছেন। এই শ্রেবনের ফলে, বিভিন্ন রোগ শরীরে সৃষ্টি হচ্ছে। আস্তে আস্তে মৃত্যুর মুখে ঢলে পড়ছেন।, ইদানিং ছোট ছোট ছেলেমেয়েরাও এই তামাকজাত দ্রব্য সেবন করে চলেছেন, পথে ঘাটে প্রায় চোখে পড়ে।
তাই আজ বিশ্ব তামাক মুক্ত দিবসের দিনে, সাধারণ মানুষকে সজাগ করতেই আমাদের এই উদ্যোগ, আমাদের এই পরিকল্পনা, আমাক জাত দ্রব্য থেকে বিরত থাকুন, তামাকজাত দ্রব্য শুধু ক্যান্সারের উপশম নয়, বিভিন্ন রোগের উপশম, মাদজাত দ্রব্য থেকে আপনি বাঁচুন, আরেকটি মানুষকে বাঁচান, বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের বাঁচান,
ছোট ছোট ছেলে মেয়েরাই আগামী দিনের ভবিষ্যৎ, আসুন সবাই মিলে নেশা মুক্ত দেশ গড়ে তুলি। জীবনকে সুন্দর করে গড়ে তুলি।
আজ তেমনি আমাদের মতো সারা বিশ্বেও পালিত হচ্ছে, বিশ্ব তামার মুক্ত দিবস।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2025 EB NEWS. All rights reserved.