মোঃ ফরহাদ হোসেন,দৈনিক ইবি নিউজ: শুক্রবার (১০ অক্টোবর) বিকাল ৪টায় খুলনা পিটিআই মোড় ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর অফিসে ২৮ নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু, খুলনা সদর থানার সভাপতি কে এম হুমায়ুন কবির, খুলনা সদর থানার সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, ২৮ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি এড. মোল্লা মশিয়ুর রহমান নান্নু, সিনিয়র সহ-সভাপতি ডাক্তার মোঃ ফারুক হোসাইন, সহ সভাপতি আলমগীর আজাদ মিলন, সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম, সাংগঠনিক সম্পাদক এস এম মুরাদ হোসেন, দপ্তর সম্পাদক মোঃ ফরহাদ হোসেন সহ আরো উপস্থিত ছিলেন ২৮ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এড. মোল্লা মশিয়ুর রহমান নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, তিনি বলেন ভোট জনগণের অধিকার, জনগণই ঠিক করবেন কারা বাংলাদেশের নেতৃত্ব দিবেন। কোন ধর্ম ব্যবসায়ীরা বাংলাদেশের সঠিক নেতৃত্ব দিতে সক্ষম হবে না। যেসব ধর্ম ব্যবসায়ীরা ভোটের মাধ্যমে জান্নাতের টিকিট বিক্রি করেন তাদেরকে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন বাংলাদেশের একমাত্র গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপি এবং বিএনপি গণতন্ত্রের রূপকার।
এ সময় আরও বক্তব্য রাখেন খুলনা সদর থানার সভাপতি কে এম হুমায়ুন কবির এবং সদর থানার সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন।