রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম,প্রতিনিধি: কুড়িগ্রাম সদরে পাঁচগাছি ইউনিয়নের একটি রাস্তা দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী সৃষ্টি হয়। যাতায়াতের একমাত্র রাস্তাটি সংস্কারের অভাবে বিভিন্ন পেশাজীবী মানুষের চলাচলে মরণ ফাঁদে পরিণত হয়েছে।
বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ ইং দুপুরে সরে জমিনে জানা গেছে, কুড়িগ্রাম জেলা শহরের সাথে সংযোগ সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের জালালের মোড় গারু হারা ওয়াবদা বাজার সংযোগ পাকা রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ছোট বড় যানবাহন নিয়ে দুর্ভোগে প্রতিনিয়ত যাতায়াত করছেন ৪ ইউনিয়নের হাজার, হাজার মানুষ। বেগমগঞ্জ, মোগল বাসা , পাঁচগাছি , যাত্রাপুর ও সাহেবের আলগা ইউনিয়ন সহ বিভিন্ন এলাকার লোকজন একমাত্র এ রাস্তা ও রাস্তার উপর একটি ব্রিজ দিয়ে ছাড়া কুড়িগ্রাম জেলা শহরে যোগাযোগের অন্য কোন উপায় নেই ।
ঝুঁকিপূর্ণ সাথে বিভিন্ন রোগীদের এ রাস্তা দিয়ে কুড়িগ্রাম শহরে নিয়ে যাওয়া হয়। এতে অনেকে রাস্তায় অসুস্থতা বেশি হয় পরে। সংস্কারেরবিষয়টি নিয়ে ইতিপূর্বে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন নজরে আসেনি ভেঙ্গে গেছে ব্রিজের দু’পাশের রেলিং রাস্তাটি জায়গায় জায়গায় গর্ত এক কথায় রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
পথচারী আব্দুল মালেক, খয়বার আলী, বাবর আলী, সাইদুল ইসলাম , সহ কয়েকজন জানান দীর্ঘদিন চলাচলে ভোগান্তির শিকার হলেও সংস্কারের কোন উদ্যোগ নেই । আমরা অতি কষ্টে যাতায়াত করছি । দ্রুত সংস্কারের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট এলাকাবাসীরা দাবি জানিয়েছেন।