সেলিম মাহবুব,ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি: ছাতকে সুরমা ব্রিজের টোল প্লাজায় ভাংচুর করেছে ছাত্র সমন্বয়করা। মোটরসাইকেলের টোল আদায় নিয়ে সোমবার সন্ধ্যার দিকে ছাতক সুরমা ব্রিজে এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানাগেছে ২০/২৫ টি মোটরসাইকেলে করে প্রায় ৪০/৪৫ জন লোক টোল না দিয়ে জোর পুর্বক ব্রিজ দিয়ে যেতে চাইলে তাদের সাথে টোল আদায়কারী, আনসার সদস্যদের কথা কাটাকাটি হয়।
মোস্তাকিম আহমদ নামের টোল আদায়কারী তাদের বাঁধা দিয়েছেন। মোটরসাইকেল যাত্রীরা সবাই ছাত্র সমন্বয়ক এবং তারা দোয়ারাবাজার থেকে ছাতক ফিরছিলেন বলে জানাগেছে। টোল নিয়ে ব্রিজের টোল আদায়কারী ও ছাত্র সমন্বয়কদের মধ্যে হাতা-হাতির ঘটনাকে কেন্দ্র করে ছাত্র সমন্বয়কদের হাতে লাঞ্চিত হন ব্রিজের টোল প্লাজার টোল আদায়কারী আব্দুল কুদ্দুছ সরকার ও নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার রাজিব আহমদ। জানাগেছে মোটরসাইকেল বহরের পিছনের ব্যাক্তি ১০০ টাকা টোল পরিশোধ করেছেন।
এরপর উত্তেজিত ছাত্র সমন্বয়করা টোল প্লাজায় ভাংচুর করেছে। তারা টোল প্লাজার কাঁচের গ্লাসের জানালা ভাংচুর ও ২ জনকে লাঞ্চিত করে। একজন ছাত্র সমন্বয়ক এ ঘটনার ব্যাপারে জানান, তারা বার-বার বলেছেন, পিছনে থাকা মোটরসাইকেল আরোহী টোলের টাকা পরিশোধ করবেন কিন্তু টোলপ্লাজার লোকজন পথ আগলে রেখে তাদেরকে অকথ্য ভাষায় গালি-গালাজ করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে ছাতক ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন। এ ঘটনায় ছাত্র সমন্বয়কদের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। টোল প্লাজার আনসার সদস্য রাজিব আহমদ জানিয়েছেন ২০/২৫ টি মোটরসাইকেল যোগে প্রায় ৪০-৪৫ জন লোক ছাত্র সমন্বয়ক দাবি করে টোল ছাড়া ব্রিজ পার হতে চাইলে তাদেরকে বাঁধা দেয়া হয়। পরে পিছনের একজন ১০০ টাকা টোল দিয়েছেন। একজন টোল দেয়ায় সাথের অন্যান্যরা ক্ষুব্ধ হয়ে তারা কিছু দূর থেকে ফিরে এসে টোল প্লাজা ভাংচুর করে এবং টোল প্লাজার দায়িত্বে থাকা ২ জনকে লাঞ্চিত করেছে। তারা সরকারি সম্পদ ধংশ করে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছে। ছাতক থানার ওসি মো: গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে তিনি গিয়েছেন।
সেনা বাহিনীর মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে। ছাতক সেনাক্যাম্পের কর্মকর্তা মেজর আল জাবির জানান, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌছে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। পরে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে যোগাযোগ করে ছাত্র সমন্বয়কদের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে বিষয়টি নিষ্পত্তি করা হয়।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2025 EB NEWS. All rights reserved.