শাহাদাত হোসেন নোবেল :দিঘলিয়া (খুলনা)প্রতিনিধি: আমাদের জাহিদ নগর এর জন্মদিন আজ। জন্মদিন উপলক্ষে সকল দলমত জাতপাত সাদা কালো ছোট বড় সকলকে আমন্ত্রণ জানানো হয়েছিল।
এই দেশ আমার তোমার আমাদের সকলের দেশ ও দেশের মানুষকে ভালবাসুন ।
জাহিদ নগর উন্মুক্ত পাঠাগার
ফরমাইশ খানা দিঘলিয়া খুলনা
উপস্থিত ছিলেন জাহিদনগর উন্মুক্ত পাড়া করার প্রতিষ্ঠাতা মোহাম্মদ জাহিদুল ইসলাম খান। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ
বাংলাদেশ লিওন খুলনা জেলার নাহিদ হাসান এবং জাহিদনগর উন্মুক্ত পাঠাগারের সেক্রেটারি সজিব খান সহ সেক্রেটারি জিদান ,রবিউল , ডাক্তার শাহাজান ও কৌতুক অভিনেতা আপেল মাহমুদ এবং দীঘলিয়া বাঁশি ।
অনুষ্ঠান শুরু হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে বাচ্চাদের খেলাধুলা এবং গান কবিতা এবং বাচ্চাদের নিত্য তারপর থাকে কেক কাটার পর সামান্য খাওয়াদাওয়ার ব্যাবস্তা ছিল ।
আজ জাহিদ নগরের জন্মদিন! এই পৃথিবীতে একটি দিনে আমি এসেছিলাম, আজ সেই দিন, যদিও ভেতরে পার হয়ে গেছে অর্ধ শতাব্দীরও বেশী সময়!
জাহিদ নগর স্বজনেরা গতকাল রাতে তাকে কেন্দ্র করে ভাল খাবার তৈরী করেছে, আমাকে "শুভ জন্মদিন" বলেছে, তাতে তিনি নিজেও আনন্দিত ও তারা সবাইই খুশী!
কিছু মানুষ ই মেইলে ও বেশ কিছু মানুষ ফেস বুকে শুভ জন্মদিন কামনা করেছেন! জাহিদ নগর কেমন লাগছে?
তিনি বলেন ভাল তো লেগেছেই, সাথে মনে হয়েছে, এই তো, তৃপ্তিদায়ক এক অনুভূতি।
প্রকাশক মোঃ মাসুম সরদার, সম্পাদক মোঃ জাবেদ হোসেন
খুলনা হেড অফিস বাড়ি নং- ১২৯, (২য় তলা) আরাফাত গলি, খুলনা।
ই-মেইল: dailyebnews@gmail.com, মোবাইল: 01911179663
Copyright © 2025 EB NEWS. All rights reserved.