রাজিব পুর, (কুড়িগ্রাম) প্রতিনিধি:কুড়িগ্রাম জেলার, চর রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউপি সদস্য শাহ আলম কে মারপিট ও লাঞ্চিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ২ ঘটিকায় নয়া চর বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে উক্ত সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলনে জনাব শাহ আলম জানান,গত ১৩ জুন ঈদুল আজহা উপলক্ষে বিশেষ ভিজিএফ এর চাল চুরি করে বিক্রির সময় জনতা ২৭৯ বস্তা চাল আটক করে।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অবগত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ সে গুলো জব্দ করে নয়াচর বাজারে এক গুদামে রাখে।
গত ১০ দিনেও কোন অগ্রগতি বা কোন ব্যবস্থা না নেয়ায় শনিবার সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন ভূক্তভোগি।
শাহ আলম জানান, চোরাকারবারীর নিকট থেকে উক্ত ঢাল উদ্ধার কাজে সহযোগিতা করায় চোরাকারবারীরা তাকে বেদরক মারপিট করে। এ বিষয়ে ঢুশমারা থানার অভিযোগ করেছেন। কিন্তু তদন্ত কারি কর্মকর্তা গত দেড় সপ্তাহ যাবৎ কোন পদক্ষেপ নেয়নি।
সে কারণে আসামিরা তথা চোরাকারবারীরা আরও ভয়ংকর হয়ে,জানে মারার হুমকি দিচ্ছে।
এমতাবস্থায় জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার নিকট সরে জমিনে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য আহ্বান জানিয়েছেন।এ ব্যাপারে ঢুশমারা ওসি জানান, দরখাস্ত পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নিব।