মেহেরব হোসেন(কয়রা) প্রতিনিধি:
কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের বতুল বাজার ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু হাসানের নামে বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে তিনি বহুদিন যাবত বিভিন্ন অনিয়মের সাথে জোড়িত আছেন বলে জানা গেছে।তিনি বিভিন্ন দিন যাবত পানির ট্যাংকী দেওয়ার নাম করে তার ওয়ার্ডের বিভিন্ন লোকের থেকে ৫০০০/৭০০০,টাকা নিছেন বলে জানা গেছে এবং ইউপি সদস্য আবু হাসান যাদের থেকে পানির ট্যাংক দেওয়ার নাম করে টাকা নিছেন কেউ পানি ট্যাংক পাচ্ছে আবার কেউ পাচ্ছে না বলে জানা গেছে।
এ বিষয়ে গোপন সূত্রে জানতে পেরে নাম প্রকাশে অনিচ্ছুক পানির ট্যাংক পাওয়া এক ব্যক্তির কাছে গেলে তার সাথে কথা বলতে বলতে বিভিন্ন কলাকৌশলী তার থেকে জানতে পারি তার থেকে আনুমানিক গত এক বছর আগে পানির ট্যাংক দেওয়ার কথা বলে ৫০০০,টাকা নেন ইউপি সদস্য আবু হাসান তিনি আরো বলেন পানির ট্যাংক দেওয়ার একদিন আগে ইউপি সদস্য আবু হাসান মুঠো ফোনে আমাকে বলেন আপনাকে আরো ১৬৫০,টাকা দেওয়া লাগবে।এবং ওই টাকাটা দিয়ে পানির ট্যাংক নিয়ে আসবেন তিনি আরো বলেন ইউপি সদস্য আবু হাসানের কাছে এর আগে বহুবার পানির ট্যাংক নেওয়ার জন্য চেষ্টা করছি কিন্তু তিনি টাকা ছাড়া পানির ট্যাংক দিবেন না বলে জানান তাই বাধ্য হয়ে টাকাটা দিতে হইছে।
এ বিষয়ে মুঠোফোনে ইউপি সদস্য আবু হাসানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমি এ ধরনের কাজ করতে পারি না আর করবো না এসব মিথ্যা বানোয়াট এবং তাকে প্রমাণস্বরূপ কিছু দেখালে তিনি সত্যটা স্বীকার করেন যে আমি টাকা নিয়েছিলাম এবং অন্য কৌশলে অন্য অজুহাতে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।
অনুসন্ধান পূর্বক(১)