বেনজীর আহমেদ মুকুল :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন-১০২ (রূপসা, তেরখাদা ও দিঘলিয়া) খুলনা-৪ আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. সৈয়দ আবুল কাসেম তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি মঙ্গলবার খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার নিকট আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি খুলনা মহানগরের সহ-সভাপতি অ্যাডভোকেট অচিন্ত দাস, জাতীয় পার্টির নেতা রেজাউলসহ দলীয় নেতৃবৃন্দ।
অপরদিকে, দিঘলিয়া উপজেলা রিটার্নিং কর্মকর্তা হারুন অর রশীদের কার্যালয়ে মনোনয়নপত্রের অনুলিপি জমা দিতে উপস্থিত হন দিঘলিয়া উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মল্লিক মোস্তাফিজুল ইসলাম লাভলু, সাবেক সাধারণ সম্পাদক সরদার জিয়াউল হক, জাতীয় পার্টির নেতা সৈয়দ মিরাজ, সিদ্দিক, হালিম, আ. বক্কার, মাহবুব আলম, সৌমিত্র দত্ত, আসলাম, খুলনা জেলা জাতীয় যুব সংহতির দপ্তর সম্পাদক বেনজীর আহমেদ মুকুল, সোহেল সিকদার, আনিসসহ অন্যান্য নেতাকর্মীরা।
এ সময় নেতৃবৃন্দ বলেন, জাতীয় পার্টির প্রার্থী ডা. সৈয়দ আবুল কাসেম একজন যোগ্য, সৎ ও জনবান্ধব নেতা। তার নেতৃত্বে খুলনা-৪ আসনের সার্বিক উন্নয়ন আরও বেগবান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।