শিরোনাম:
মণিরামপুর খানপুর ইউনিয়নে যুব সম্মেলন অনুষ্ঠিত বটিয়াঘাটায় খুলনা-১ আসনের ধানের শীষের প্রার্থীর সাথে জলমার চক্রাখালী এলাকার সনাতনীদের মতবিনিময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাতকে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল তিস্তা চরে শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রূপসায় জেলা তাঁতী দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের বিরুদ্ধে অনিয়ম–দুর্নীতি ও সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ, বিচার দাবি বেগম খালেদা জিয়াকে স্বরনে রাখতে হলে নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে – আজিজুল বারী হেলাল ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে জাতীয় ঐক্য ফ্রন্ট প্রার্থীর মতবিনিময় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় খুলনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত ভারতের রাজ্যের এগারটি বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে স্থায়ী উপাচার্য নিয়োগের দাবীত- প্রেস কনফারেন্স
শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

তিস্তা চরে শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

Reporter Name / ৬ Time View
Update : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

রংপুর প্রতিনিধি:

‎তীব্র শৈত্যপ্রবাহে যখন সারাদেশের জনজীবন বিপর্যস্ত, তখন সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে নদী তীরবর্তী দুর্গম চরাঞ্চলের মানুষ। কনকনে ঠান্ডা বাতাস, ঘন কুয়াশা আর চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে প্রতিদিন জীবন যাপন করতে হয় তাদের। ঠিক এমনই কঠিন সময়ে মানবিক দায়িত্ববোধ থেকে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বিজয় টেলিভিশনের রংপুর ব্যুরো এবং রংপুর রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি, জ্যেষ্ঠ সাংবাদিক ও সমাজকর্মী পিএম হামিদুর রহমান হামিদ। তার ব্যক্তিগত উদ্যোগ ও ব্যবস্থাপনায় তিস্তা নদী তীরবর্তী চরাঞ্চল এবং নিজ এলাকার অতি দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

চলতি শীত মৌসুমে এই মানবিক কর্মসূচির আওতায় শতাধিক (১০০) শীতার্ত মানুষের হাতে তুলে দেওয়া হয় উষ্ণ কম্বল। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের এসপারের বাঁধ সংলগ্ন তিস্তা চরাঞ্চল এবং পলাশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে পৃথকভাবে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। দুর্গম চরাঞ্চলে নৌপথ ও কাঁচা রাস্তা পেরিয়ে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হয় প্রকৃত উপকারভোগীদের মাঝে। শীতবস্ত্র বিতরণ চলাকালে দেখা যায়, নারী, শিশু ও বৃদ্ধসহ অসংখ্য দরিদ্র মানুষ কম্বলের আশায় ভিড় করছেন। অনেকের চোখে-মুখে ফুটে ওঠে স্বস্তি ও আনন্দের ছাপ।শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পিএম হামিদুর রহমান হামিদ বলেন, তিস্তা নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষ প্রতিবছরই শীত মৌসুমে সবচেয়ে বেশি কষ্টে থাকে। নদীভাঙন, দারিদ্র্য, কর্মসংস্থানের অভাব এবং যোগাযোগ ব্যবস্থার দুর্বলতার কারণে তাদের জীবনযাত্রা অত্যন্ত দুর্বিষহ। অনেক পরিবার পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে রাত কাটায় খোলা আকাশের নিচে। এই মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, মানবিক উদ্যোগ ছোট হলেও এর প্রভাব অনেক বড় হতে পারে। সমাজের বিত্তবান ও সচেতন মানুষ যদি সামান্য সহযোগিতা নিয়েও এগিয়ে আসে, তাহলে শীতার্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব। স্থানীয় সূত্রে জানা যায়, শীত মৌসুমে তিস্তা চরাঞ্চলে তাপমাত্রা হঠাৎ করেই উল্লেখযোগ্যভাবে কমে যায়। নদীর ওপর দিয়ে বয়ে আসা হিমেল বাতাস, ঘন কুয়াশা এবং কাঁচা ঘরবাড়ির কারণে চরবাসীদের জীবন হয়ে পড়ে দুর্বিষহ। অধিকাংশ মানুষ দিনমজুর ও কৃষিশ্রমিক হওয়ায় কাজ কমে যায় শীতকালে। ফলে অর্থাভাবে অনেক পরিবার প্রয়োজনীয় শীতবস্ত্র কিনতে পারে না। এই বাস্তবতায় পিএম হামিদুর রহমান হামিদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি চরাঞ্চলের মানুষের জীবনে স্বস্তির নিঃশ্বাস এনে দিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

‎শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আবেগাপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। বয়স্ক ফজিলা বেগম বলেন,তিস্তার দিক থেকে খুব ঠান্ডা বাতাস আসে। রাতে শরীর কাঁপে, ঠিকমতো ঘুমানো যায় না। এই কম্বল পেয়ে এখন একটু শান্তিতে থাকতে পারবো। অপর উপকারভোগী আজিজার হোসেন বলেন, আল্লাহ আপনাকে ভালো রাখুক। এই শীতে আমাদের মতো গরিব মানুষের জন্য কম্বল অনেক বড় সহায়তা। পলাশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আলফা বেগম স্থানীয় ভাষায় বলেন,এই কম্বল কোনা পাইনু। আল্লাহ তোমার ভালো করুক। এবার একনা জার থেকে কাটি উঠিম। কম্বল পেয়ে তিনি খুশিতে দোয়া করে চলে যান। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় ব্যক্তিত্ব, গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। এ সময় উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার লুৎফর রহমান,বাইতুল মোকাররম পশ্চিম পাড়া জামে মসজিদের ইমাম হোসেন আলী,‎অত্র মসজিদের সভাপতি পিএম হামিদুর রহমান হামিদ, সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ, আবেদুজ্জামান আবেদ, রফিকুল ইসলাম, শাহজাহান আলী সহ এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ। এলাকাবাসী জানান, পিএম হামিদুর রহমান হামিদ প্রতিবছরই নিজ উদ্যোগে শীতবস্ত্র বিতরণসহ নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তার এই ধারাবাহিক উদ্যোগ চরাঞ্চলের অসহায় মানুষের মাঝে আস্থা ও ভরসার প্রতীকে পরিণত হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে এবং সমাজের আরও বিত্তবান মানুষ এসব কার্যক্রমে সম্পৃক্ত হয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়াবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category