শিরোনাম:
ঝালকাঠি-১ আসনে জামায়াতের প্রার্থী ড. ফয়জুল হকের সংবাদ সম্মেলন: একগুচ্ছ উন্নয়ন প্রতিশ্রুতি রাঙ্গামাটিতে জাসাসের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল ও কম্বল বিতরণ রূপসায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা ফ্রী মেডিকেল ক্যাম্প ও খাতনা উৎসব অনুষ্ঠিত হয়েছে মণিরামপুর খানপুর ইউনিয়নে যুব সম্মেলন অনুষ্ঠিত বটিয়াঘাটায় খুলনা-১ আসনের ধানের শীষের প্রার্থীর সাথে জলমার চক্রাখালী এলাকার সনাতনীদের মতবিনিময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাতকে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল তিস্তা চরে শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রূপসায় জেলা তাঁতী দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের বিরুদ্ধে অনিয়ম–দুর্নীতি ও সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ, বিচার দাবি বেগম খালেদা জিয়াকে স্বরনে রাখতে হলে নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে – আজিজুল বারী হেলাল
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

পশ্চিমবঙ্গ সরকারের প্রাণিসম্পদ বিকাশ বিভাগের উদ্দেগ্যে মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে মুরগি বিতরণ জয়নগরে

Reporter Name / ৭৫ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

পশ্চিমবঙ্গ সরকারের প্রাণিসম্পদ বিকাশ বিভাগের উদ্দেগ্যে মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে মুরগি বিতরণ জয়নগরে

মোমিন আলি লস্কর জয়নগর:

পশ্চিমবঙ্গ সরকারের প্রাণিসম্পদ বিকাশ বিভাগের পক্ষ থেকে ৬০০০পিচ অর্থাৎ ৬০০ইউনিট মুরগির বাচ্ছা বিতরণ করা হয়, জয়নগর এক নম্বর পঞ্চায়েত সমিতির এলাকায়।পশ্চিমবঙ্গ সরকারের প্রাণিসম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে এবং জয়নগর পঞ্চায়েত সমিতির আয়োজনে সোমবার অনুষ্ঠিত হলো মুরগি পালন বিষয় প্রশিক্ষণ শিবির ও মুরগির বিতরণ কর্মসূচি ।পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক স্বনির্ভর গোষ্ঠী, মহিলাদের ক্ষমতায়ন এবং শিশু খাদ্য সুরক্ষা-এর লক্ষ্যে বিনামূল্যে মুরগি বিতরণ প্রকল্প চালায়, যেখানে সাধারণ পরিবার গুলিকে স্বাবলম্বী করতে বিশেষ প্রজাতির (যেমন RIR) মুরগির বাচ্চা (১০টি করে ইউনিট) দেওয়া হয়। সর্বমোট ৬০০ইউনিট মুরগির বাচ্ছা দেওয়া হয়।যা বাণিজ্যিক খামার স্থাপন ও আয় বৃদ্ধিতে সাহায্য করে।
গ্রামীণ মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং আয় বৃদ্ধি করা।
পরিবারগুলিতে প্রোটিনের চাহিদা মেটানো ও শিশুখাদ্য সুরক্ষা নিশ্চিত করা।
মুক্তাঙ্গন পদ্ধতিতে মুরগি পালনে উৎসাহিত করা।গ্রামীণ পরিবারগুলোকে স্বনির্ভর করে এই বিশেষ কর্মসূচির মাধ্যমে বেশ কয়েকটি পরিবারের হাতে মুরগি বাচ্ছা তুলে দেয়া হয়। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় মানুষের আর্থিক উন্নয়নের পাশাপাশি মুরগি পালন প্রশিক্ষণ দেওয়া হয়।
জয়নগর এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির এলাকায় ৬০০০ টি মুরগির বাচ্ছা বিতরণ করা হয়। সোমবার দুপুরে জয়নগর এক নম্বর ব্লকের প্রাণিসম্পদ বিকাশ বিভাগে করা হয় এই অনুষ্ঠান। এদিন জয়নগর এক নম্বর ব্লকের চালতাবেড়িয়া, বামনগাছি জাঙ্গালিয়া, ধোষা চন্দনেশ্বর বহড়ুক্ষেত্র, খাকুড়দহ, বেনি ফিসারিদের দশটি করে মুরগির বাচ্চা দেওয়া হয়। এই মুরগি গুলিকে ডিম উৎপাদনকারী মুরগী হিসেবে বলা হয়। এই মুরগিগুলি প্রতিবছর ৩০০ টি করে ডিম দেয় বলে জানিয়েছেন আধিকারিকরা। বহু দূর-দূরান্ত থেকে প্রচুর মহিলারা জয়নগর এক নম্বর বিডিও অফিসের সংলগ্ন প্রাণী সম্পদ বিকাশ বিভাগে উপস্থিত হয়। প্রাণী সম্পদ বিকাশ বিভাগের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বহু দূর-দূরান্ত থেকে আসা মহিলারা।এদিন এই মুরগি বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিল জয়নগর এক নম্বর ব্লকের সহসভাপতি সুহানা পারভীন বৈদ্য,
জয়নগর এক নম্বর ব্লকের প্রাণিসম্পদ বিকাশ বিভাগের আধিকারিকগন, মৎস্য ও প্রানী সম্পাদ বিকাশ দপ্তরের কর্মধক্ষ্য ভবেশ রঙ্গন চক্রবর্তী, বিএলডিও দেবরুপ রায়, ডাক্তার সুভাশিষ নিয়োগী,প্রাক্তন সভাপতি তথা জেলাপরিসদের সদস্য তপন কুমার মন্ডল, জেলা পরিষদের সদস্যা রওসনআরা বিবি।প্রকল্পের অধিকর্তা, ডাঃ সমীর পাত্র এবং পঞ্চায়েত সমিতির সভাপতি কর্মাধক্ষ্য সহ প্রানীসম্পদ দপ্তরের জেলা ও ব্লকস্তরের আধিকারিকগন,আনোয়ার হোসেন লস্কর প্রানী সেবিক, সহ-সভাপতি সুহানা পারভিন বৈদ্য,
পঞ্চায়েত সমিতির বিভিন্ন সদস্য সদস্যারা।এই বিষয়ে জয়নগর এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রানী সম্পদ কর্মধক্ষ্য ভবেশ রঙ্গন চক্রবর্তী সাংবাদিকের মুখোমুখি হয়ে বলেন জয়নগর একনম্বর ব্লক পঞ্চায়েত এলাকার ৬০০০টি ডিম উৎপাদনকারী মুরগির বাচ্চা বিতরণ করা হয়। এক একটি বেনি ফিসারি দশটি করে মুরগি পাবে। এই মুরগির বাচ্চা গুলি সঠিকভাবে মানুষ করতে পারলে বছরে তিনশটি করে ডিম দেবে। এতে বেনি ফিসারিরা উপকৃত হবে বলে আশা করছি।ল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category