রিপন রায়,খুলনা বটিয়াঘাটা প্রতিনিধি :
বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গসংগঠনের আয়োজনে আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে (দাকোপ-বটিয়াঘাটা)৯৯, অঞ্চল খুলনা-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আমীর এজাজ খানের সাথে সনাতন ধর্মাবলম্বীদের নির্বাচনী প্রচার- প্রচারনা উপলক্ষ্যে এক মতবিনিময় সভা গতকাল শুক্রবার বিকালে বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়’র সভাপতিত্বে স্থানীয় চক্রাখালী বাজার সংলগ্ন মুক্তিযোদ্ধা সংসদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় । বটিয়াঘাটা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান তুহিন রায়’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, জলমা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক বিএনপি নেতা আলহাজ্ব আশিকুজ্জামান আশিক, জলমা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনিরুল ইসলাম হিরো,উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সী,গোবিন্দ মল্লিক, তুলসীদাস মালাকার, সাবেক ইউপি সদস্য বিপ্রদাস টিকাদার কার্তিক,অরবিন্দু মহলদার, প্রভাষক অনুপল বিশ্বাস, রণেশ মন্ডল, সার্ভেয়ার বিশ্বজিৎ টিকাদার, সার্ভেয়ার পঞ্চানন গাইন, ধর্মপ্রাণ ব্যক্তিত্ব বিশ্বজিৎ রায়,পিযুষ কান্তি রায়,নারায়ন বিশ্বাস, হিরন্ময় রায়, অসীম অধিকারী, বিশ্বজিৎ বিশ্বাস, সুভাষ চন্দ্র রায়, দেবাশীষ গোলদার দেবা,, ওয়ার্ড বিএনপি নেতা অশোক কুমার মন্ডল, যাদব বিশ্বাস, বিষ্ণু মালাকার, তপন কুমার মন্ডল, জগদীশ বিশ্বাস,
সাবেক ইউপি সদস্যা নীলা মিস্ত্রী,বিএনপি নেতা যথাক্রমে, আলহাজ্ব সোহরাব খলিফা, মোঃ কাশেম খান, মোঃ বাবুল হাওলাদার,সেলিম হাওলাদার, টুটুল গোলদার,যুবদল নেতা বাদল হাওলাদার সহ ইউনিয়ন ওয়ার্ড বিএনপি এবং তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়া সন্ধ্যায় পৃথক পৃথক ভাবে জলমা ইউনিয়নের দারোগাভিটা,সাচিবুনিয়া,রাজবাঁধ,কৈয়া বাজার,হোগলাডাঙ্গা, নিজখামার, জিরোপয়েন্ট ও মোহাম্মদনগর এলাকায় মতবিনিময় সভা করেন। এসময় সনাতন ধর্মাবলম্বীদের নারীদের সম্ভ্রম রক্ষা,ধন সম্পদ ও জমি-জমা রক্ষা এবং পাতি নেতাদের হাত থেকে রক্ষার দাবি জানান। অনুষ্ঠানের প্রধান অতিথি আমীর এজাজ খান এসকল দাবি পূরণে সকলকে আশ্বস্ত প্রদান করেন ।