 
						
মোহম্মদ আবুল বাশার, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় নতুন উপজেলা বিএনপি কমিটি গঠনে আওয়ামী লীগের নেতাদের অন্তর্ভুক্ত করার অভিযোগে পদবঞ্চিত নেতা-কর্মীরা বিক্ষোভ ও মশাল মিছিল।
রবিবার ২৬ অক্টোবর বিকালে উপজেলা বিএনপি হাসপাতাল রোডে অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর বাজার চৌরাস্তায় গিয়ে শেষ হয়। সন্ধ্যায় তারা মশাল হাতে আরও একটি প্রতিবাদ মিছিল করেন।
বিক্ষোভে অংশ নেওয়া নেতা-কর্মীরা অভিযোগ করেন, ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম মোটা অঙ্কের বিনিময়ে আওয়ামী লীগের কয়েকজনকে পুনর্বাসন করে উপজেলা বিএনপির নতুন কমিটি গঠন করেছেন।
এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা স্লোগান দেন “আওয়ামী লীগের কমিটি বাতিল করো”, “বিএনপি দলে অনুপ্রবেশকারীদের বহিষ্কার করো।”
বিক্ষোভকারীরা বলেন, বিতর্কিত কমিটি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তারা দ্রুত নতুন করে যোগ্য ও ত্যাগী নেতা কর্মীদের দিয়ে কমিটি গঠনের দাবি করেন।