এ এম মামুন, যশোর
যশোরের মণিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নে যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ০৯ জানুয়ারী এশার নামাজের পর এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইসলামী যুব আন্দোলন মণিরামপুর উপজেলা শাখার আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক আবু রায়হান এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা এমদাদুল ইসলাম, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব ইবাদুল ইসলাম মনু, ইসলামী শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইসলামী যুব আন্দোলন মণিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ক্বারী ইমদাদুল ইসলাম, খানপুর ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা ফেরদৌস হাসান, মণিরামপুর পৌর ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক তাজামুল হোসেন সহ ইউনিয়ন ইসলামী যুব আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।