বাবুল সানা: খুলনার রূপসায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলা তাঁতী দলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৮ জানুয়ারি বাদ আছর উপজেলার পূর্ব রূপসা বাসস্ট্যান্ড চত্বরে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও বিসিবির খুলনা বিভাগীয় পরিচালক খান জুলফিকার আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোল্লা খায়রুল ইসলাম, এনামুল হক সজল, উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা সাইফুর রহমান।
খুলনা জেলা তাঁতি দলের আহ্বায়ক শহিদুল ইসলাম লিটন তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক শরিফ আহমেদ মোল্লার পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক রবিউল ইসলাম রবি, জেলা তাঁতি দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, আলমগীর হোসেন, আসাদুল ইসলাম, মনিরুজ্জামান মনি, মাহাতাব হোসেন, ইলিয়াস হোসেন,
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সাবেক সদস্য সচিব মো. ইউনুস গাজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আসাদুল ইসলাম বিপ্লব, নৈহাটী ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য মহিউদ্দিন মিন্টু, দিদারুল ইসলাম, মো. বাবু মোল্লা, আমিরুল ইসলাম তারেক, মাহফুজ শেখ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান, রূপসা-বাগেরহাট আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. লাভলু শেখ, রূপসা-বাগেরহাট বাস মিনিবাস চেয়ার কোচ মালিক সমিতি যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম ছোট, সহ-সভাপতি মো. মিঠু মোল্লা,বিএনপি নেতা আতাহার গাজী, সোলাইমান আনসারী, মো. আজগার হোসেন, ফয়সাল সেখ, যুবদল নেতা আরিফ শেখ, তাঁতি দল নেতা ফারুক আহমেদ বাবু, শওকত আলী খান, মো. গহর শেখ, আলতাফ হোসেন, মাহবুবুর রহমান মুন্সি, হাফিজ শেখ সহ আরো অনেকে। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা শাহ মুয়াজ্জিম।