তানজিল হোসেন, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়া উপজেলায় বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে দিনব্যাপী নৌকা ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (৪রা সেপ্টেম্বর) সকালে উপজেলার চলনবিল থেকে শুরু হয়ে তিসিখালি মাজার, বিলশা, কুন্দইলসহ বিলের বিভিন্ন দর্শনীয় স্থানে এ ভ্রমণের আয়োজন করা হয়।
দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন খেলাফত মজলিস সিংড়া উপজেলা শাখার সভাপতি হাফেজ বেলালুর রহমান, উপজেলা সেক্রেটারি ও সিংড়া-৩ আসনে এমপি মনোনীত প্রার্থী মুফতি রুহুল আমিনসহ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় ইসলামপ্রেমী মানুষজন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের নৌকা ভ্রমণ শুধু বিনোদনের জন্য নয়, বরং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় করার পাশাপাশি খেলাফত মজলিসের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।
নৌভ্রমণ চলাকালে কোরআন তেলাওয়াত, ইসলামী আলোচনা, নাশিদ পরিবেশনা এবং সংগঠনের দিকনির্দেশনা প্রদান করা হয়। বিলের বুক চিরে নৌকা ভেসে চলার সঙ্গে সঙ্গে ইসলামী ভ্রাতৃত্বের আবহও সবার মনে সঞ্চারিত হয়।
অংশগ্রহণকারীরা জানান, চলনবিলের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আয়োজিত এ ভ্রমণ তাদের মনে অনন্য আনন্দ ও উচ্ছ্বাসের জন্ম দিয়েছে। একই সঙ্গে এ আয়োজন ইসলামী ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করেছে।