সেলিম মাহবুব: গত (১৮অক্টোবর) বেলা ২বেলা সরে ১১টায় ছাতক নৌ-পুলিশ ফাড়িঁর অর্ন্তগত সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানাধীন মাছিমপুর গ্রামস্থ জনৈক খোরশিদ মিয়ার বসত বাড়ি সংলগ্ন সুরমা নদী থেকে উদ্ধারকৃত অজ্ঞাতনামা পুরুষ(৩০) এর মৃতদেহ যাহা মাথা থেকে কোমর পর্যন্ত প্লাস্টিকের বস্তার ভিতরে ও বাকি অর্ধেক বাহিরে থাকা অবস্থায় পানিতে ভাসমান ছিল।
পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও উপস্থিত লোকজনদের সহায়তায় লাশ পানি থেকে নদীর পাড়ে তুলে ছাতক নৌ-পুলিশ ফাড়িঁর এসআই(নি:) মোঃ এরশাদ আলী সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশের ময়না তদন্ত সম্পন্ন করা হয়। লাশের পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষিতে ঘটনাটি একটি হত্যার ঘটনা সন্দেহে উক্ত বিষয়ে এসআই(নিঃ) মোঃ এরশাদ আলী বাদী হয়ে দোয়ারাবাজার থানায় একটি এজাহার দায়ের করিলে উক্ত এজাহারের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার মামলা নং-১৩ তারিখ-১৯/১০/২০২৫খ্রিঃ ধারা:-৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু করা হয়। মৃত দেহটি অজ্ঞাত হওয়ায় পরিচয় সনাক্তের জন্য সকলের সহযোগিতা কাম্য। বিশেষ করে আপানার এলাকার কোন ব্যাক্তি গত ১৯/১০/২০২৫ তারিখে পূর্বে নিখোঁজ কিনা এবং আপনার এলাকার কোন ধরনের সন্দেহ জনক ঘটনা ঘটেছে কিনা এ বিষয়ে ছাতক নৌ-পুলিশ ফাড়িঁকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো। বিনীত অনুরোধ,অফিসার ইনচার্জ ছাতক নৌ-পুলিশ ফাড়িঁ ছাতক,সুনামগঞ্জ। মোবা-০১৩২০১৬৫৮৫০