শিরোনাম:
খুলনার রূপসায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সং’ঘর্ষ- আহত-৫ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ জানিয়ে ১০ সদস্যের অনাস্থা, ব্যবস্থা গ্রহণে বিলম্ব প্রশাসনের ছাতক সদর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে বিএনপির পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা ডুমুরিয়া উপজেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা দুমকিতে যুবদলের উদ্যোগে খাল পরিষ্কার অভিযান খুলনায় জেলা তাঁতী দলের ৩১ দফার লিফলেট বিতরণ ইউপি সদস্য আবু হাসানের বিরুদ্ধে ৫০০০/৭০০০‌,টাকা নিয়ে পানির ট্যাংকী সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ ছাতকের নোয়ারাই ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের সভা অনুষ্ঠিত বাগেরহাটের সদরের ইউএনও বটিয়াঘাটায় আনুষ্ঠানিক ভাবে যোগদান সুবর্ণজয়ন্তী রোভার মুটে অনিয়মের অভিযোগ- ফেরত দিতে হচ্ছে ২৬ হাজার টাকারও বেশি
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০৪:২০ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ জানিয়ে ১০ সদস্যের অনাস্থা, ব্যবস্থা গ্রহণে বিলম্ব প্রশাসনের

Reporter Name / ২ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

জামালপুর,প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ জানিয়ে অনাস্থা জ্ঞাপন করেছেন ১০জন ইউপি সদস্য। এতে তার অপসারণের দাবি জানিয়েছেন ইউনিয়ন পরিষদের দশজন ইউপি সদস্য। অভিযোগ দিলেও প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।

অভিযোগ সূত্রে জানা যায়, হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ এর ৬ টন চাল মেলান্দহ খাদ্য গুদাম থেকে উত্তোলনের পর তা গোপনে বিক্রি করে দেন প্যানেল চেয়ারম্যান। এছাড়া ঈদুল আজহার সময়ও ৫০ কেজি ওজনের ২০ বস্তা ভিজিএফ চাল বিক্রি করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ইউপি সদস্যরা আরও অভিযোগ করেন, প্রকল্প বরাদ্দের ক্ষেত্রে অগ্রিম টাকার বিনিময়ে সভাপতি মনোনয়ন দেওয়া হয়। চলতি অর্থবছরের প্রকল্প গ্রহণকারীদের কাছ থেকেও ৩৫ শতাংশ টাকা অগ্রিম দাবি করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

ইউপি সদস্য জয়নাল আবেদীন, ফরহাদ ও মুসলিম বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান একজন দুর্নীতিবাজ লোক। বিভিন্ন সময়ে তিনি আমাদের সাথে দুর্ব্যবহার করেছেন। ঈদুল ফিতরের সময় আমাদের অজান্তে ৬ টন চাল বিক্রি করেন। নিয়মিত রাজস্ব আসে পরিষদে, অথচ আমরা ৮ মাস ধরে বেতন পাচ্ছি না। টাকার কথা বললেই বলেন খরচ হয়ে গেছে। তারা আরও বলেন, গত ৫ আগস্টের আগে তিনি আওয়ামী লীগ করতেন। কিন্তু দায়িত্ব পাওয়ার পর ইউনিয়নের কিছু নেতার সহায়তায় বিএনপির ছায়াতলে অবস্থান করছেন। মূলত তিনি কারও মতাদর্শের নন, সুবিধাবাদী অভিযুক্ত প্যানেল চেয়ারম্যান আমিনুল হক বলেন, যে অভিযোগ করেছে এসব মিথ্যা, আমি নির্দোষ।এখন তারাই বলতে পারবে কেনো এমন করছে। আমি মিলে মিশে চলছি। একসাথে মেম্বার ছিলাম, এখন প্যানেল চেয়ারম্যান করতেছি এটা হয়তো মেনে নিতে পারতেছে না এজন্য এমন অভিযোগ করতেছে।

এ বিষয়ে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম আলমগীর জানান, একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি ডিসি স্যারের পরামর্শ করে তদন্ত সাপেক্ষে অভিযোগ প্রমাণিত হলে নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category