মোহম্মদ আবুল বাশার, ফরিদপুর প্রতিনিধিঃ জাতীয় ঐক্য ফ্রন্ট মনোনীত ফরিদপুর-১ আসনের প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আবু জাফর,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে বিনিময় সভা করেছেন।
মঙ্গলবার ৬ জানুয়ারি বিকাল ৪ ঘটিকায় ফরিদপুরের আলফাডাঙ্গা কফি হাউজের হল রুমে আয়োজিত এ মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “বিভিন্ন সময় নানা প্রতিকূলতার কারণে আমাকে দল পরিবর্তন করতে হয়েছে, তবে আমার দ্বারা কখনো কারো ক্ষতি হয়নি। আমি যতবার সংসদ সদস্য হয়েছি, ততবারই এলাকার উন্নয়নে কাজ করেছি। অনেককে চাকরি দিয়েছি, কিন্তু বিনিময়ে কারো কাছ থেকে কোনো টাকা নেইনি এবং কারো নামে মিথ্যা মামলাও দেইনি।”
তিনি আরও বলেন, “এবার আমার নির্বাচনী প্রতীক সাইকেল। প্রতীক বড় বিষয় নয়। যারা ব্যক্তি শাহ মোহাম্মদ আবু জাফরকে ভালোবাসেন, তারাই আমাকে ভোট দেবেন।”
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা সঠিক হয়নি। অতীতে আওয়ামী লীগ বিএনপিকে নির্বাচনের বাইরে রেখে ভুল করেছে। একইভাবে এবার যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হয়, তাহলে ভবিষ্যতে ক্ষমতায় আসা সরকারও একই পরিণতির মুখে পড়তে পারে।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, সাবেক সভাপতি সেকেন্দার আলম, কোষাধ্যক্ষ মোহম্মদ আবুল বাশার, গোলাম আযম মনির,মোঃ কামরুল হক ভূঁইয়া, মোঃ লায়েক হোসেনসহ উপজেলা প্রেসক্লাব ও প্রেসক্লাব আলফাডাঙ্গার অন্যান্য সাংবাদিকবৃন্দ।