বেনজীর আহমেদ মুকুল দিঘলিয়া প্রতিনিধি :৮ জানুয়ারি বৃহস্পতিবার ২৬ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প সরোয়ার খান ডিগ্রি কলেজে শুভ উদ্বোধন করেন বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল,
সকাল ১০ ঘটিকা থেকে শুরু হয় ফ্রি মেডিকেল ক্যাম্প সেখানে ডায়াবেটিস,হিমোগ্লোবিন,কিডনি,চোখ ও দন্ত পরিক্ষা করা হয়,এবং হ্রদ পিন্ড,বাতের ব্যাথা,কিডনি বিভিন্ন রোগের চিকিৎসা করা হয়।
বিকাল ৪ ঘটিকায় সেনহাটিতে খান এ সবুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন আপোষ হীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়, প্রধান অতিথি বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল,
সভাপতিত্বে ছিলেন
প্রধান অতিথি আজিজুল বারী হেলাল তার বক্তব্যে বলেন প্রিয় সেনহাটি শরিষা গ্রামের সহজ সরল মানুষ আপনারা এই অপরাহ্ন সময় উপস্থিত হয়েছেন,আপনারা আজ যার আত্বার মাগফেরাত কামনায় এখানে এসেছেন তিনি বাংলাদেশের ঐক্যর প্রতিক,তিনি এমন একজন নেত্রী যার চলে যাওয়ায় বাংলাদেশের সকল রাজনৈতিক দল বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া করেছেন,বাংলাদেশের এমন কোনো রাজনৈতিক দল নেই যে দোয়া করেনি, আপনারা দেখেছেন বেগম খালেদা জিয়া কে যারা অসন্মান করতে চেয়েছিলেন তারা নিজেরাই অপমানিত হয়ে পলায়ন করেছেন,মহান আল্লাহ যাকে খুশি তাকে ইজ্জত দেন আবার কেরেও নেন,বেগম খালেদা জিয়া লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা নিয়ে বিদায় নিয়েছেন,আমরা দোয়া করি বেগম খালেদা জিয়াকে মহান আল্লাহ যেনো পরকালেও তাকে সন্মানিত করেন, আপনারা দেখেছেন বেগম খালেদা জিয়া কে মানুষ কতো নামে ডাকে,দেশনেত্রী, আপোষ হীন নেত্রী,গনতন্ত্রের মা, বাংলাদেশের ঐক্যর প্রতিক,আরো কতো নাম,বেগম খালেদ জিয়া আজ আমাদের সকলের হ্রদয়ের মনি কোঠায় আছেন এবং ভবিষ্যতেও হ্রদেয়েই থাকবে ইনশাআল্লাহ, বেগম খালেদা জিয়া প্রথম বিধবা নারীদের জন্য বিধবা ভাতা চালূ করেন,বয়স্ক ভাতা এবং মেয়েদের ১০ম শ্রেণির পর্যন্ত বিনা বেতনে পড়াশোনা ফ্রি করে দেন, বেগম খালেদা জিয়া পৃথীবির ২য় নারী প্রধানমন্ত্রী,
সেই সাবেক প্রধানমন্ত্রীর কর্মী হিসেবে আমাদের দিঘলিয়া অনেক কাজ করতে হবে, দিঘলিয়ার মানুষকে কর্ম সংস্থান করতে হবে, এখানে স্টার জুট মিল চালু করতে হবে, এখানে ব্রিজটা চালু করতে হবে, দিঘলিয়ায় আরো অনেক উন্নয়ন করতে হবে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে,মাদকের সাথে জড়িত যেই থাক সে যদি আওয়ামী লীগের লোক হয়,জামাতের লোক হয় বিএনপির ও লোক হয় তাকে প্রশাসন ব্যবস্থা নিবে সন্ত্রাসী আমাদের দলের লোক হতে পারেনা, তাদেরকে আইনের আওতায় আনতে হবে, আমরা মসজিদ, মন্দির,প্যাগোডা বা গীর্জা যে ধর্মীয় প্রধান থাকবেন তাদের বেতনের ব্যাবস্থা বিএনপি করবে,পারিবারিক কার্ড,স্বাস্থ্য কার্ড,কৃষক কার্ড দেওয়া হবে, আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আপনাদের জন্য,
সন্ধ্যা ৭ ঘটিকায় গাজীরহাট শস্বান মন্দিরে সনাতনী ধর্মালম্বীদের নামযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন,
দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির অধ্যাপক মনিরুল হক বাবুল,শেখ আব্দুর রশিদ,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু,সাইফুর রহমান মিন্টু মোল্লা,নামজুল মোল্লা,মনির মোল্লা,মহিলা দলের সাধারণ সম্পাদীকা সেতারা সুলতানা,রেজাউল ইসলাম রেজা,মো: রয়েল,কুদরতি এলাহি স্পিকার,আব্দুল কাদের জনি,মনিরুল গাজী,ফারুক হোসেন, মিঠু মোল্লা সহ নেতৃবৃন্দ।