অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরে ধর্মভিত্তিক অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের থানা ও পৌর শাখার কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার রানাভাটা সংলগ্ন ইহইয়া উল উলুম আল ইসলামীয়া ওলামানগর মাদ্রাসার হলরুমে এক উলামা ও সুধী সম্মেলন অনুষ্ঠিত হয়। মাওলানা গোলাম মওলাকে সভাপতি ও মাওলানা মাসুম বিল্লাহকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট থানা কমিটি এবং মাওলানা রফিকুল ইসলামকে সভাপতি ও মুফতী ইসমাঈল রহমান কে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট পৌর কমিটি গঠন করা হয়েছে।
পরে নওয়াপাড়া বাজার মসজিদের খতিব হাফেজ মাওলানা গোলাম মওলার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর ও যশোর জেলা আমীর মাওলানা আনোয়ারুল করিম।
এসময় আরো বক্তব্য রাখেন, নবনির্বাচিত সভাপতি মাওলানা গোলাম মওলা, মাওলানা তৈয়েবুর রহমান, মাওলানা আবু তালহা, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা জাকারিয়া, মওলানা জাকিরুল্লাহ, মুফতী বদরুজ্জামান রফিকী, মুফতী সাইফুল ইসলাম কাসেমী, মাওলানা হাবিবুর রহমান, মৌলভী জুলফিকার বিন এরশাদ, মুফতি সাজ্জাদুর রহমান, মাওলানা হাসান ইকবাল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, মুফতী আব্দুল্লাহ মাসনাবী। পরে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।