স্টাফ রিপোর্টার, আজিজুল ইসলাম: র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও সমাজে মাদকের ভয়াল থাবার বিড়ম্বনার রোধকল্পে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের বিরদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে।
এরই ধারাবাহিকতায় ০১ আগস্ট ২০২৪ তারিখ র্যাব-৬, স্পেশাল কোম্পানি এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, একটি প্রাইভেটকারে ০১ জন ব্যক্তি ব্রহ্মনবাড়ীয়া থেকে খুলনার উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে আসিতেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে একই তারিখ অফিসার ও ফোর্সের সহায়তায় গোপালগঞ্জ জেলার সদর থানাধীন চরগোবড়া সাকিনস্থ আবুল খায়ের (মোল্লাহাট) সেতুর পূর্ব পাশে টোল প্লাজায় চেকপোস্ট স্থাপন করেন। আভিযানিক দলটি চেকপোস্ট করাকালীন একটি কালো রংয়ের প্রাইভেট কার চেকপোষ্ট অতিক্রম করাকালে কর্তব্যরত র্যাব সদস্যরা প্রাইভেট কারটি থামানোর জন্য সংকেত দিলে প্রাইভেট কারটি রাস্তার পাশে দাঁড় করানো মাত্রই প্রাইভেট কারে অবস্থানরত ০১ জন ব্যক্তি র্যাবের উপস্থিতি টের পাইয়া প্রাইভেট কারটির দরজা খুলে পালানোর চেষ্টা করিলে সঙ্গীয় ফোর্সের সহাতায় আসামী ১। মোঃ ইমরান হোসেন(২৮), পিতা-মোঃ রফিকুল ইসলাম রবি, মাতা-সালেহা বেগম, সাং-দেয়াড়া, (মিয়া বাড়ী), থানা-রুপসা, জেলা-খুলনা’কে গ্রেফতার করেন। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে ৫.১০ ঘটিকার সময় গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ১৬.৫ কেজি গাঁজা, ০১ টি প্রাইভেট কার, ০২ টি টার্চ মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে গোপালগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা প্রক্রিয়াধীন।