ইবিডেস্ক: ছবি সংগৃহীত : সকলের সদয় অবগতি এবং সচেতনতার জন্য জানানো যাচ্ছে যে, করোনা মহামারির পর আরেক উদ্বেগের নাম এখন এমপক্স (মাঙ্কিপক্স)। সম্প্রতি আফ্রিকার দেশগুলোতে এর ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এরইমধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়ে কয়েক শত মানুষের মৃত্যু হয়েছে। পাকিস্তানেও এই ভাইরাস শনাক্ত হয়েছে। বিশ্বব্যাপী জরুরি অবস্থাও জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিইএইচও
কী এই এমপক্স?
এই ভাইরাসটি পূর্বে মাঙ্কিপক্স নামে পরিচিত ছিল। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে ছড়িয়ে পড়ে এমপক্স। কথা বলা বা শ্বাসপ্রশ্বাসের মাধ্যমেও এটি ছড়াতে পারে।
ছবি সংগৃহীত:
ফ্লুর মতো উপসর্গ ছাড়াও এতে পুঁজ ও ক্ষত সৃষ্টি হয়। এর উপসর্গ হিসেবে সংক্রমণের ৬ থেকে ১৩ দিন পর সাধারণত মাথাব্যথা, জ্বর, ফুসকুড়ি বা ঘা এবং মাংসপেশিতে ব্যথা দেখা দেয়। বেশিরভাগ সময় প্রভাব সামান্য হলেও মৃ’ত্যুও হতে পারে এ রোগে। সকলকে সচেতনতা অবলম্বন করার জন্য বিশেষভাবে পরামর্শ প্রদান করা হইলো।