রাজিবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি: রাজিব পুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।রোববার বাদ আসর রাজিব পুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়েএক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রাজিব পুর ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল মোতালেব এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক মোখলেছুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা কৃষক দলের আহবায়ক সুরমান আলী, উপজেলা জাসাসের সভাপতি আকবর হোসেন,ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রুহুল আমিন,উপজেলা যুবদল আহবায়ক প্রভাষক রোস্তম মাহমুদ লিখন, সাধারণ সম্পাদক মিরন মোঃ, ইলিয়াস ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমুল মাহমুদ প্রমুখ।
বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রানিত হয়ে তাঁর দেখানো পথ অনুসরন করে চলার জন্য দলীয় নেতা কর্মীদের প্রতি অনুরোধ জানান।পরে রাজিব পুর বাজার জামে মসজিদের ইমাম আরিফ বিল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও দেশবাসীর উদ্দেশ্যে দোয়া কামনা করে মাহফিল সম্পন্ন করেন।
এর আগে সকাল নয়টায় দলীয কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন এবং শহীদ জিয়ার পূর্তিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।