মোহাম্মদ শাহ্ আলম শফি,দৈনিক ইবি নিউজ২৪: কুমিল্লা নগরীর অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। গতকাল সোমবার রাতে নগরীর অশোকতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক দুজন হলেন– অশোকতলা এলাকার জাকির হোসেন (৩৮) ও লিটন (৪২)। পরে তাদের কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত করকর্তা মো. মহিনুল ইসলাম জানান, দুই সন্ত্রাসীকে সেনাবাহিনী কোতয়ালী থানায় হস্তান্তর করেছে। সন্ত্রাসী জাকিরের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে, এর মধ্যে একটি ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী মামলা।
সেনাবাহিনীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনীর ২৩ বীরের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন সাদমানের নেতৃত্বে জাকির হোসেনের বাড়িতে অভিযান চালায়।
এ সময় জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদ করে তাঁর বাড়ির গ্যারেজের টিনশেড থেকে একটি ৭.৬৫ মিমি পিস্তল উদ্ধার করা হয়। পরে জাকিরের দেওয়া তথ্যের ভিত্তিতে ২৩ বীরের দলটি রাতভর অভিযান চালিয়ে একই এলাকার লিটনকে (৪২) আটক করে। এ সময় লিটনের কাছ থেকে আরেকটি ৭.৬৫ মিমি পিস্তল, দুটি চাপাতি, দুটি চাইনিজ কুড়াল, একটি চাকু এবং পাঁচটি দেশীয় ছুরি উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তাদের বিরুদ্ধে ৫ আগস্ট গণঅভ্যুত্থান চলাকালীন সময়ে শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর অভিযোগ রয়েছে।