সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতক কনকচাঁপা খেলাঘর আসরের সন্মেলনকে সামনে রেখে সন্মেলন প্রস্তুতি কমিটি গঠন উপলক্ষে শনিবার এক
সভা বিজিত রঞ্জন করের সভাপতিত্বে কনকচাঁপা খেলাঘর আসর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্ব সম্মতিক্রমে ২১ সদস্য বিশিষ্ট সন্মেলন প্রস্তুতির জন্য আহবায়ক কমিটি গঠন করা হয় এবং সভায় আগামী তিন মাসের মধ্যে এই আহবায়ক কমিটির মাধ্যমে সন্মেলন সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছে। বিজিত রঞ্জন করকে আহবায়ক ও বদরুল আমিন রুবেলকে সদস্য সচিব মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট কনকচাঁপা খেলাঘর আসরের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে যুগ্ম আহবায়ক আব্দুল আলিম, শিখা দে, বিশ্বজিৎ আচার্য্য রন্টু, জহির উদ্দিন দিনান, ভাষ্কর দত্ত এবং কার্যকরী সদস্য রয়েছেন জেলা কনকচাঁপা খেলাঘর আসরের সভাপতি, সাধারণ সম্পাদক ও ছাতক কনকচাঁপা খেলাঘর আসরের সুরঞ্জন পুরকায়স্থ, অজয় কৃষ্ণ পাল, তমাল পোদ্দার, অজিত দাস, মৃদুল দাস, আনছার মিয়া, মুকুল কান্তি দে, শাওন আচার্য্য, কলি রায়, সন্ধীপ পাল মুন্না, শামীমা নাসরিন শিপা ও দুলাল মিয়া।