শাহাদাত হোসেন নোবেল,খুলনা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় পার্টির খুলনা মহানগর সভাপতি ও তমুদ্দুন মজলিসের খুলনা জেলা সভাপতি জন নেতা লতিফুর রহমান (লাবু) এর মৃত্যু বার্ষিক অনুষ্ঠান ও এক আলোচনা সভা -দোয়া অনুষ্ঠানের আযোজন করা হয়।
উক্ত অনুষ্ঠানটি খুলনা জেলা মুসলিম লীগ এর অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনা তমুদ্দুন মজলিসের সাধারণ সম্পাদক মো:জাহিদুর ইসলাম। অনুষ্ঠানের অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর মুসলিম লীগ এর সাধারণ সম্পাদক এ্যাড:আজহার জাহান রুকু,খুলনা জেলার মুসলিম লীগ এর সভাপতি প্রফেসর রেজাউদ্দীন রাজা। খুলনা জেলার মুসলিম লীগের সাধারণ সম্পাদক শেখ বাবর আলি, খুলনা জেলার মুসলিম লীগের সহ সভাপতি আবুল খয়ের,যুগ্ম সম্পাদক শেখ আসাদুল আলম,এস এম শাহাজাহান, মো হায়দার আলী সহ প্রমুখ।
বাংলাদেশ জাতীয় পার্টির খুলনা মহানগর সভাপতি ও তমুদ্দুন মজলিসের খুলনা জেলা সভাপতি জননেতা এ্যাড: লতিফুর রহমান (লাবু) গত ২৫শে আগষ্ট ২০২৪ইং খুলনা শেখ আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। বক্তৃতায় বক্তারা তার জীবনের নানাদিক ও জীবনে দল ও দেশের প্রতি অবদানের নানা দিক তুলে ধরেন।