রুবেল আহমদ, জৈন্তাপুর,(সিলেট) প্রতিনিধি: অবৈধভাবে কারেন্ট জাল দিয়ে মাছ শিকার বন্ধ করতে সিলেটের জৈন্তাপুর উপজেলার বিভিন্ন হাওর এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন।
সোমবার (১৫ জুলাই) বিকেল ৩টায় জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়ন এর ডুলটিরপার, চাতলারপার, বাওনহাওর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া।
ফেসবুক লিংক দেখুন https://www.facebook.com/profile.php?id=61561797107011&mibextid=ZbWKwL
অভিযানকালে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলার মৎস্য অফিসার অলিউর রহমান, এস.আই আশরাফুল ইসলাম সহ জৈন্তাপুর মডেল থানা পুলিশের সদস্যবৃন্দ ৷
এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। উপজেলার বিভিন্ন হাট-বাজারে অবৈধ জাল ক্রয়-বিক্রয় ঠেকাতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।
ইউটিউব লিংক দেখুন https://www.youtube.com/@ebnews24
প্রসঙ্গত, খাল-বিল এবং হাওরে দেশীয় প্রজাতির মাছ রক্ষা করার নিমিত্তে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা ১৯৮৫ অনুযায়ী কারেন্ট জাল তৈরী, আমদানি, বাজারজাতকরণ, মজুদ, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ।