মোঃ মাসুম সরদার, দৈনিক ইবি নিউজ২৪: গত ২৫শে ডিসেম্বর সন্ধায় খুলনা সিটি ইন হোটেলে, জাতীয় দৈনিক আশ্রয় প্রতিদিন পত্রিকার, সম্পাদক ও প্রকাশক, এ্যাডভোকেট বেলায়েত হোসেন (টিপু) এর সাথে খুলনা সিটিইন হোটেলে সৌজন্য সাক্ষাৎ করেন, দৈনিক ইবি নিউজ২৪ এর প্রকাশক মোঃ মাসুম সরদার।
এসময় উপস্থিত ছিলেন, আশ্রয় প্রতিদিনের খুলনা,প্রতিনিধি মোঃ আজিজুল ইসলাম,দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি ও দৈনিক ইবি নিউজ ২৪এর নিজস্ব প্রতিনিধি নাজিম সরদার, দৈনিক প্রথম শিরোনাম এর প্রতিনিধি নাহিদ জামান,দৈনিক ইবি নিউজ২৪ ক্যামেরাপার্সন মোঃ মুনিম সরদার প্রমুখ।
এ্যাডভোকেট বেলায়েত হোসেন (টিপু) বলেন দৈনিক আশ্রয় প্রতিদিনের রূপসা উপজেলা থেকে কাজ করার আমন্ত্রণ জানান, এবং আশ্রয় প্রতিদিন সহ দৈনিক ইবি নিউজ২৪ এর বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন তিনি।মোঃ মাসুম সরদার তার আমন্ত্রণ গ্রহণ করেন। মোঃ মাসুম সরদার বলেন, আশ্রয় প্রতিদিনকে আরো এগিয়ে নিয়ে যেতে তিনি নিরলস ভাবে পরিশ্রম করে যাবে বলে আশ্বস্ত করেন। নিউমার্কেট এলাকায় একটি অভিজাত হোটেলে ফুচকা ওকফি আড্ডায় সময় কাটিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন তিনি।
এর আগে সবাই একসঙ্গে সৌজন্যে তার সাথে শুভেচ্ছা বিনিময় করেন।জাতীয় দৈনিক আশ্রয় প্রতিদিন পত্রিকার, সম্পাদক ও প্রকাশক, এ্যাডভোকেট বেলায়েত হোসেন (টিপু) সবাই কে ঢাকায় আসার আমন্ত্রণ জানান।