মোঃ মাসুম সরদার,দৈনিক ইবি নিউজ ২৪: খুলনার রূপসায় নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে সংবর্ধনা ও রূপসা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটির পরিচিতি সভা গত ২৫ ডিসেম্বর বিকেলে ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন-রূপসা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু তিনি বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ আপনাদের কলমের মাধ্যমে লিখুনিতে নতুন বাংলাদেশ বিনিরমানে কাজ করবে, এবং রুপসা উপজেলায় আমার দপ্তরে এবং অন্যান্য দপ্তরে অনিয়ম দুর্নীতি আপনাদের মাধ্যমে ও দূর করা সম্ভব।
সম্মানিত অতিথির বক্তৃতা করেন- ক্লাবের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী বাবলু কুমার আঁশ, তিনি বলেন রুপসা উপজেলা প্রেসক্লাব দীর্ঘদিন যাবত সুনামের সাথে সাংবাদিকতার পেশায় নিয়োজিত আছে, রুপসা উপজেলা প্রেসক্লাব আগামীতে আরো এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি, রুপসা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করতে পেরে আমি গর্বিত, রুপসা উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যকে সুনামের সাথে তাদের লিখনের মাধ্যমে দেশ ও জাতিকে কিছু দিবে এটাই আশা করি।
এছাড়াও অনুষ্ঠানের খোঁজ খবর রাখেন, রূপসা উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা কুয়েত প্রবাসী আব্দুল জব্বার শেখ।
প্রেসক্লাবের সভাপতি জিএম আসাদুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউসা মোল্লার পরিচালনায় আমন্ত্রিত অতিথির বক্তৃতা করেন- কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাশক মেজবাহ উদ্দিন খান, পিঠাভোগ ডি.জি.সি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণপদ রায়।
নতুন কমিটিতে বিভিন্ন পদের সাংবাদিকরা হলেন- সিনিয়র সহ-সভাপতি এম মুরশীদ আলী, সহ সভাপতি মো. মোশারেফ হোসেন, যুগ্ম সম্পাদক আবুল কালাম বাবু, সাংগঠনিক সম্পাদক আ: মজিদ শেখ, কোষাধ্যক্ষ মো. নাহিদ জামান, দপ্তর সম্পাদক বিএইচ বাকি, প্রচার সম্পাদক নাজিম সরদার, আইসিটি সম্পাদক মুন্সি রায়হান, ক্রীড়া সম্পাদক মাসুম সরদার, ধর্ম বিষয়ক সম্পাদক মিলন মোল্লা, সাংস্কৃতিক সম্পাদক মো. আজিজুল ইসলাম, মহিলা সম্পাদিকা জাফরিনা মোড়ল, বাকি সদস্য- মারুফ হোসেন, মিলন সাহা, আব্দুল মান্নান, আনিচুর রহমান, আহাম্মদ হোসেন প্রমূখ।