ইবি ডেস্ক : কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিকসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। শনিবার (২৯ জুন) দুপুর আড়াইটার দিকে আটক দুইজনের বিরুদ্ধে মামলা দিয়ে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।
এর আগে শুক্রবার গভীর রাতে উপজেলার বিদ্যাবাগিস সীমান্ত থেকে তাদের আটক করে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন গংগারহাট ক্যাম্পের সদস্যরা।
আটক হওয়া ভারতীয় নাগরিকের নাম বাবুল মিয়া। তিনি ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার থরাইখানা এলাকার জব্বার আলীর ছেলে। অন্যদিকে আটক বাংলাদেশি আনোয়ার হোসেন ওই উপজেলার বিদ্যাবাগিস এলাকার ক্যাটকেটু মিয়ার ছেলে। বিষয়টি ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নওয়াবুর রহমান নিশ্চিত করেছেন।
বিজিবি ও পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদ পেয়ে হাবিলদার আব্দুল মালেকের নেতৃত্বে বিদ্যাবাগিস সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৩৮ এর সাব পিলার নং ৮ এস এর পাশ থেকে ভারতীয় নাগরিক বাবুল মিয়া ও বাংলাদেশি নাগরিক আনোয়ার হোসেনকে আটক করে গংগাহাট ক্যাম্পে নিয়ে যায় বিজিবি। শনিবার দুপুরে তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ অভিযোগে মামলা দিয়ে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নওয়াবুর রহমান জানান, আটক ভারতীয় নাগরিকসহ দুইজনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হবে।