রানা ইসলাম বদরগঞ্জ রংপুর
রংপুরে বদরগঞ্জে মদ পান করে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।শুক্রবার ৩১জানুয়ারী উপজেলা লোহানীপাড়ার ইউনিয়ন পচ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ব্যাক্তি দিনাজপুর নবাবগঞ্জ উপজেলার স্বপ্নপুরী এলাকায় জগেশ সরেন ছেলে।থানা ও এলাকাবাসী সূত্রে জানা মৃত নির্মল সরেন কয়েক বছর আগে বদরগঞ্জ উপজেলা লোহানীপাড়ার ইউনিয়ন পচ্চিম পাড়া গ্রামে শশুর বাড়িতে বাড়ি করে বসবাস করতেন।তার স্ত্রী ও এক সন্তান রয়েছে।
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম আতিকুর রহমান বলেন, এ ঘটনায় ইউডি মামলা হয়েছে।লাশ পরিবারের আপত্তি না থাকায় দাফনের অনুমতি দেওয়া হয়েছে।