রানা ইসলাম,বদরগঞ্জ(রংপুর) প্রতিনিধি: রংপুরে বদরগঞ্জে নিখোঁজের আটদিন পর ফেরাজুল(৩৭)নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার ৩০ডিসেন্বর উপজেলা কালুপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হাঁড়িভাঙ্গা গ্রামের বাঁশদহ বিলের উপর থেকে বস্তাবন্দি লাশটি উদ্ধার করে পুলিশ।এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের বাবা বাবা আব্দুস সামাদ,সৎ মা ও ভাগ্নাকে আটক করেছে পুলিশ।
হাঁড়িভাঙ্গা গ্রামের নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি বলেন,ফেরাজুল হত্যাকান্ডে সন্দেহে তার সৎ মা তার বাবা জড়িত।তিনি আরো বলেন,দীর্ঘ দীন ফেরাজুল ভারতে ছিলেন।সেখানে বিভিন্ন কাজ করতেন।শুনোছি ফেরাজুল সেখানে অনেক টাকা আয় করতো।আয়ের কিছু টাকা বাংলাদেশ বাবার কাছে পাঠাতেন।সম্প্রতি ফেরাজুল ভারতে বিয়ে করে বাংলাদেশে চলে এসে।পরবর্তীতে বাবার কাছে নিহত ফেরাজুল তার পাঠানো টাকা দাবি করে। এরপর বাবা ছেলে বিবাদ জড়িয়ে পড়ে।
স্হানীয় ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য সামসুল হক সরকার বলেন,এক ব্যক্তির লাশ বস্তাবন্দি পাওয়া গেছে শুনে ঘটনাস্হলে এসেছি। পরে শুনলাম ঐ ব্যক্তির নাম ফেরাজুল ইসলাম।
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম আতিকুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করি।এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করে থানায় নিয়ে এসেছি।