রানা ইসলাম, বদরগঞ্জ(রংপুর)প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে পৌরশহরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল মাস্টার বিরুদ্ধে দূনীতি, ক্ষমতার অপব্যবহার, নিয়োগ বানিজ্য অভিযোগে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রবিবার ১ সেপ্টেম্বর পৌরশহরে শহীদ মিনারে সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে সাধারণ শিক্ষার্থীরা।এসময় নবম শ্রেণির এক শিক্ষার্থী বলেন,দূনীতি ও ক্ষমতা অপব্যবহার করে হেলান মাস্টার আজ কোটি কোটি টাকার মালিক হয়েছে।আজকের মানববন্ধন তার পদত্যাগ জন্য আমরা সবাই সোচ্চার। অবিলম্বে তার পদত্যাগ জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষ কাছে জোর দাবি জানাই।
সপ্তম শ্রেণীর মেহেদী হাসান নামে এক শিক্ষার্থী বলেন,এই দূনীতিবাজ হেলাল মাস্টার কারনে আমাদের ঐতিহ্যবাহী মডেল বহুমূখী স্কুলটি সরকারিকরন না করে তার প্রতিষ্ঠান বালিকা উচ্চ বিদ্যালয়কে সরকারিকরন করেছেন সাবেক এমপি ডিউক চৌধুরী।
পরে শিক্ষার্থীদের পক্ষে ছাত্রদলের নেতা রানা আহমেদ বক্তব্য বলেন, দূনীতিবাজ হেলান মাস্টার আজ শতকোটি টাকার মালিক হয়েছে সাবেক সংসদ সদস্য ডিউক চৌধুরী আশীর্বাদপূষ্ঠে। তার ছত্রছায়ায় উপজেলা সব শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বানিজ্য তদারকি করতেন।অবিলম্বে হেলাল মাস্টার পদত্যাগ দাবি করছি।বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন বিভিন্ন স্কুলের শিক্ষার্থী বৃন্দ।