রানা ইসলাম,বদরগঞ্জ(রংপুর)প্রতিনিধি: চকলেট কিনে দেয়ার প্রলোভন দিয়ে আমবাগানে নিয়ে ৯বছরে এক শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টা অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আব্দুল খালেক (৬০)নামে এক হোটেল কর্মচারীকে আটক করা হয়।এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির দাদা বদরগঞ্জ থানার মামলা করলে পুলিশ অভিযুক্ত খালেককে আটক করে রংপুর জেল হাজতে পাঠায়।পৌরশহরে ৯নং ওয়ার্ডের কলেজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে শিশুটি তার পরিবারে হেফাজতে আছেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটির মা বাসায় না থাকার সুযোগে প্রতিবেশি খালেক চকলেট লোভ দেখিয়ে বাড়ির পাশে আমবাগানে ধর্ষন চেষ্টা করে।পরে শিশুটি বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়লে।এসময় শিশুটির রক্ত ক্ষরন হলে শিশুটির মা টের পান।পরে শিশুটি তার মাকে জানায় প্রতিবেশি খালেক তাকে আমবাগানে নিয়ে গিয়েছিল।
এ ঘটনায় উত্তেজিত জনতা আব্দুল খালেক কে ধরে পুলিশে দেয়। পরে শিশুটির দাদা মামলা দেয়।কলেজপাড়া প্রতিবেশি রুহুল কুদ্দুস ও জয়নাল বলেন,খালেক একজন লম্পট ও অসৎ চরিত্রের লোক।আমরা তার উপযুক্ত বিচার চাই।
অভিযুক্ত খালেকের মেয়ে খালেদা আক্তার বলেন,আমরা এঘটনায় আমার বাবাকে জিজ্ঞাসা করলে তিনি জানান ক্ষেতের বেড়া পার হবার সময় শিশুটি আঘাতপ্রাপ্ত হয়। এরকম কোন ঘটনা ঘটেনি।
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু হাসান কবির বলেন, অভিযুক্ত খালেককে আটক করে রংপুর জেল হাজতে পাঠানো হয়েছে।