মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে খাল থেকে অজ্ঞাত এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার বেলা ১১ টার দিকে বারইখালী ইউনিয়নের শেখপাড়া গ্রামের কবির খানের বাড়ির কাছে খালের চরে পাওয়া যায় একজন পুরুষ লোকের মরদেহ যার বয়স প্রায় ৫৫। তার মুখে ছোট দাড়ি, পরনে লুঙ্গি ও শীতের কাপড় রয়েছে।
এ বিষয়ে থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। মরদেহটি খাল থেকে তোলা হয়েছে। এখন পর্যন্ত তার নাম পরিচয় জানা যায়নি।