মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে দুটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে ক্লাশ বর্জণ করে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টা থেকে বলইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমীর হোসেন দুলাল ও ধানসাগর পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের অপসারণ দাবিতে আন্দোলন করছে তারা।
উভয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ের সম্মুখে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কে অবস্থান নিয়ে ও গাছের গুড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে এ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিকেল ৩ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান শিক্ষার্থীদের সাথে কথা বলে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।
পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় ও বলইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, তাদের প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও আমির হোসেন দুলাল বৈসম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিরোধীতাসহ বিদ্যালয়ে দলীয় প্রভাব খাটিয়ে নানা অনিয়ন, দুর্ণীতি করেছেন।