রানা ইসলাম বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে যমুনেশ্বরী নদী কুতুবপুর ইউনিয়নের অরুন্নেছা ঘাট থেকে চারজনকে আটক করে জরিমানা করেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট -মলিহা খানম। তাদের প্রত্যেককের পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে একমাস জেল।
বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের অরুন্নেছা ঘাট থেকে ৪ঠা নভেম্বর ২০২৪ ইং তারিখে সময় -বিকাল চার’ টায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ট্রাক্টর ও পাওয়ার টিলার সংযুক্ত টলি সহ চারজন আটক হয়েছে। আটককৃতদের প্রত্যেকের ভ্রাম্যমান আদালতে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে একমাস জেল।
আটককৃতরা হলেন ১) মোঃ জাহিদুল ইসলাম (৪৮) ২) মোঃ মিঠু মিয়া (৩৬) ৩)মোঃ রুমন আলী (১৯) ৪) শাহাবুল (৫৫)। বালু মহলের ভ্রাম্যমান অভিযানের সময় ছিলেন -এস আই মোঃ সাইফুর রহমান ও সঙ্গীও ফোর্স। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট(সহকারী ভূমি কমিশনার) মালিহা খানম বলেন – গোপন সংবাদের ভিত্তিতে কুতুবপুর অরুন্নেছা নদীর ঘাটে ট্রাক্টর লাগিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে। ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাই। বালুমহল ও মাটি ব্যবস্থাপনা ২০১০ এর আইনে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে একমাস জেল প্রদান করা হয়।