রানা ইসলাম,বদরগঞ্জ(রংপুর)প্রতিনিধি: রংপুরে বদরগঞ্জে নাজমীন(১৮)নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার ১১ডিসেম্বর রাত ৭টার দিকে উপজেলা কুতুবপুর ইউনিয়ন দক্ষিণ বাওচন্ডির হাজিপাড়া গ্রামে শয়ন কক্ষে ওড়না পেচিয় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।মারা যাওয়া নাজমীন একই গ্রামের তৈয়ব আলীর মেয়ে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে একই গ্রামের তৈয়ব আলীর ছেলে মিন্টু সঙ্গে নাজমীন বেগমের বিয়ে হয়।
বিয়ের পর মৃত নাজমীন মানসিক সমস্যা দেখা দেয়।পরে মিন্টু নাজমীনকে চিকিৎসা করালে তার পরিবর্তন হয়না।ঘটনার সময় পরিবারের অজান্তে শয়ন কক্ষে ওড়না পেচিয়ে ফাঁস দিলে।স্হানীয়রা চিকিৎসক কাছে নিয়ে গেলে তাকে মৃত্যু ঘোষণা করে। মারা যাওয়া গৃহবধূর স্বামী মিন্টু মিয়া বলেন,আমাদের ১বছর আগে বিয়ে হয়।নাজমীন আমার চাচাতো বোন হয়।হঠাৎ করে তার যে কি হলো তা আমি বুঝতে পারিনি।
স্হানীয় গ্রাম পুলিশের সদস্য সিরাজুল ইসলাম জানান, আমি সংবাদ পেয়ে পুলিশকে খবর দেই।পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ দাফনের অনুমতি দেয়। এবিষয়ে বদরগঞ্জ থানার দ্বিতীয় কর্মকতা মসিউর রহমান বলেন,মেয়েটি দীর্ঘ দিন মানসিক ভারসাম্য রোগী ছিলো। পরিবারের আপত্তি না থাকায় আমরা লাশ দাফনের অনুমতি দিয়েছি।