রানা ইসলাম,বদরগঞ্জ(রংপুর) প্রতিনিধি: রংপুরে বদরগঞ্জে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন নেতাকে আটক গ্রেপ্তার করেছে বদরগঞ্জ থানা পুলিশ।গত সোমবার দিবাগত রাতে পৌরশহরে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিন নেতার হলেন,উপজেলা ছাত্রলীগের সহসভাপতি পৌরশহরে শাহাপুর মহল্লার নুরাইন শাহ সার্জিল(২৫) পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ,বালুয়াভাটা গ্রামের বাসিন্দা আল সাদ(২৩)পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।
বদরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগে গত ১৬অক্টোবর রংপুর চিফ জুডিশিয়ার আদালতে বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য বাদশাহ ওসমানী বাদী হয়ে মামলা করেন।এ মামলায় অন্য আসামী হিসেবে রংপুর-২ আসনের সাবেক সাংসদ ডিউক চৌধুরী, বদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আহসানুল হক চৌধুরী টুটুল চৌধুরীসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ ১৬৩ জনের নাম উল্লেখ করা হয়।৫০-৬০জনকে এ মামলায় অজ্ঞাত নামা আসামি করা হয়।
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ একে এম আতিকুর রহমান বলেন, গ্রেপ্তার তিন ছাত্রলীগের নেতাকে মঙ্গলবার দুপুরে রংপুর জেল হাজতে পাঠানো হয়েছে।