রানা ইসলাম,বদরগঞ্জ(রংপুর)প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের কচুয়াপাড়া গ্রামে বাড়ির পাশে আম গাছের ডালে ফাঁস দিয়ে তহিদুল ইসলাম (১৪) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। মৃত তহিদুল ইসলাম কচুয়াপাড়া গ্রামের মৃত তুহিন ইসলামের ছেলে। মৃত তহিদুল তার মা মিনা বেগমের কাছে থাকে মাদ্রাসায় পড়াশোনা করত। তহিদুল ওলামা বাজার দারুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী। নিশ্চিত করেছে বদরগঞ্জ থানার এসআই মশিউর রহমান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল (৭ জানুয়ারি) মঙ্গলবার সন্ধ্যায় ওয়াজ মাহফিলে যাওয়ার জন্য মায়ের কাছে ৪০০ টাকা চান। মা টাকা না দিয়ে ওয়াজ শুনতে যেতে বলেন। সেই অভিমানে বাড়ি থেকে বের হয়ে যান তহিদুল রাতে বাড়িতে না ফেরায় গতকাল রাতে তহিদুলের মা মিনা বেগম ও লোকজন নিয়ে চারদিকে খোঁজাখুঁজি করেন। খোঁজাখুঁজি করে না পেয়ে তারা ভাবেন কারো বাড়িতে রয়েছে সকালে হয়তো আসবে।
৮ জানুয়ারি বুধবার সকালে স্থানীয় লোকজন দেখতে পান আম গাছের ডালে ফাঁস দিয়ে রয়েছে তহিদুল। পরে স্থানীয় লোকজন বদরগঞ্জ থানা খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। স্হানীয় ইউপি সদস্য পলাশ চন্দ্র রায় বলেন,আমি খবরটি শুনে এখানে এসেছি। অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা এটা।
ঘটনাস্থলে বদরগঞ্জ থানার এস আই মশিউর রহমান বলেন, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ঘটনা সত্যতা পেয়েছি। পরিবার আত্মীয়-স্বজনের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।