আতাউর রহমান, রাজিবপুর(কুড়িগ্রাম) প্রতিনিধি: ৯ ডিসেম্বর সোমবার সকালে দিবসটির আলোকে রাজিব পুর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও উপজেলা পরিষদ হলরুমে দূর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা ফরিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভুমি সহকারী কর্মকর্তা মিজানুর রহমান বাবু ।
সহকারী প্রোগ্রামার ইসমাইল হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রতন মিয়া ।
সভায় আরো বক্তব্য রাখেন চর রাজিবপুর বিএম কলেজের অধ্যক্ষ মাহবুবুর রশিদ মন্ডল রাজিব পুর মহিলা কলেজের বাংলা প্রভাষক আমিনুল ইসলাম বাদল, বটতলা জামে মসজিদের ইমাম মাওলানা হাবিবুল্লাহ, দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু সাঈদ,কালের কণ্ঠের রাজিব পুর ও রৌমারী প্রতিনিধি সোহেল রানা স্বপ্ন ও জয়িতা তাহমিমা বেগম প্রমুখ।